
Barasat News: পুলিশের বাধায় স্কুলে ঢোকা গেল না! শেষে ফুটপাতেই হল সরস্বতী পুজো
বারাসাতের ময়না এলাকায় ময়নাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো বন্ধ ছিল বলে অভিযোগ। এ বছর স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে পুজো করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু পুজোর দিন সকালে দেখা যায় গেটে তালা ঝুলছে।
বারাসাতের ময়না এলাকায় ময়নাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো বন্ধ ছিল বলে অভিযোগ। এ বছর স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে পুজো করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু পুজোর দিন সকালে সরস্বতী প্রতিমা নিয়ে স্কুলে ঢুকতে গেলে দেখা যায়, স্কুলের গেটে তালা ঝুলছে। অভিযোগ, পুলিশও স্কুলের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।