ছাতিম তলায় ব্রহ্ম উপাসনা, ১২৫তম বর্ষে মহাসমারহে শুরু হল পৌষমেলা

  • শুরু হল পৌষ মেলা
  • ১২৫তম বর্ষে শান্তিনিকেতনের ঐতিহ্য মেলা
  • ২৪ ডিসেম্বর শুরু হল মেলা
  • চলবে ২৮ তারিখ পর্যন্ত

debojyoti AN | Published : Dec 24, 2019 12:56 PM IST

২৪ ডিসেম্বর ভোরে সেজে উঠল শান্তিনিকেতন। ছাতিম তলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়েই শুরু ২০১৯-এর পৌষমেলা। ২৪ ডিসেম্বর ভোর থেকেই সেজে উঠল শান্তিনিকেশন। মেলা প্রাঙ্গণে তখন গুছিয়ে বসেনি প্রতিটি স্টল। শীতের ভোরে কুয়াশা মেঘে একই সুরে বেজে উঠল রবীন্দ্র সঙ্গীতের ধ্বনী। সকলেই মেতে উঠলেন এই উৎসবের মরশুমে। 

বিশ্বভারতীর পক্ষে থেকে আয়োজিত এই অনুষ্ঠানে রয়েছে একাধিক স্টল। বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিড়েই এদিন ভরে উঠল মেলা প্রাঙ্গণ। সাবেকি পোশাকেই এদিন অধিকাংশ ধরা দিলেন এই মেলায়। মেলা চলবে চারদিন। এই মেলাকে কেন্দ্র করেই কড়া নিরাপত্তায় মোড়া হল এলাকা। দ্রনের মাধ্যমেও নজর রাখা হবে মেলা চত্বরে। 

আরও পড়ুনঃ পাহাড় কোলে বড়দিন, সেজে উঠল দার্জিলিং-এর গ্লিনারিজ

বেশ কয়েকদিন ধরেই চলতি বছরের পৌষ মেলাকে ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছিল। প্রতিবছর এই মেলা শুরু হয় ২৩ ডিসেম্বর। কিন্তু বেশ কিছু জটিলতা থাকার জন্য এই মেলা এবার শুরু করা হল ২৪ ডিসেম্বর। পাশাপাশি স্টল বুকিং-এর ক্ষেত্রেও জটিলতা থারা ফলে বুকিং করা সম্ভব হয়নি একাধিক স্টল। যদি শেষ সময় সম্ভব হয়নি সব স্টল বুকিং করা। 

Share this article
click me!