বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে এসে অপকর্ম , হাতেনাতে ধরা পড়লেন বাংলাদেশি মহিলা

বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ
চুরি করে ধরা পড়ল বাংলাদেশি মহিলা
উদ্ধার টাকা ও মোবাইল
আটক করা হয়েছে মহিলার পাসপোর্ট
 

debojyoti AN | Published : Oct 3, 2019 8:09 AM IST / Updated: Oct 03 2019, 01:53 PM IST


বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে এসে গ্রেফতার হলেন এক বাংলেদিশ মহিলা। অভিযোগ বছর তিরিশের ওই মহিলা চুরি করতে সিদ্ধহস্ত। হাবড়ার জয়গাছির সুপারমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত মহিলার নাম হোসনেয়ারা বেগম। তার বাড়ি বাংলাদেশের দৌলতপুরে। জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রোপোল হয়ে ভারতে আসে ওই মহিলা। দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন হাতের কেরামতি দেখাতে বিকেলে সুপার মার্কেট এলাকায় আসে সে। পুজোর কেনাকাটার জন্য মার্কেটে বেশ ভিড় ছিল। অভিযোগ চার-পাঁচজনের টাকাভর্তি ব্যাগ ও একটি মোবাইল চুরি করে সে।

হোসনেয়ারা বেগম চুরি করলেও অবশ্য শেষরক্ষা হয়নি। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেবে। এরপর পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আটক করা হয়েছে তার পাসপোর্টটি। বৃহস্পতিবার তাকে বারাসত আদালতে তোলা হয়।
 

Share this article
click me!