'আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না', মানিকতলায় নবমশ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published : Aug 19, 2022, 07:46 PM IST
'আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না', মানিকতলায় নবমশ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

সংক্ষিপ্ত

 'আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না', ছাত্রীর ঝুলন্ত দেহর পাশে মিলল নোট। ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকা জুড়ে। মানিকতলায় নবমশ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। মানসিক অবসাদের জেরেই এমন পদক্ষেপ? নাকি ছিল অন্য কোনও কারণ? 

'আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না', ছাত্রীর ঝুলন্ত দেহর পাশে মিলল নোট। ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকা জুড়ে। মানিকতলায় নবমশ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। মানসিক অবসাদের জেরেই এমন পদক্ষেপ? নাকি ছিল অন্য কোনও কারণ? 
বৃহস্পতিবার মানিকতলার বাগমারি রোড এলাকার একটি বাড়ি থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে ১৬ বছরের এই কিশোরীর নাম সুইটি দাস, বাবা রঞ্জিত দাস, মা পূর্ণিমা দাস। মানিকতলার বাগমারি রোডের বাসিন্দা সুইটি নবম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে সুইটির ঘরের দরজা বন্ধ দেখেন তাঁর মা। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও দরজা না খোলায় সন্দেহ হয় সুইটির মায়ের। এরপরই ডাকাডাকি শুরু হয়। বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় অবশেষে প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপরই কান্নায় ভেঙে পরে সুইটির পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে  মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে সুইটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

আরও পড়ুনঘুমন্ত শিশুকে আছাড় মারল জেঠিমা, হারহিম করা ঘটনা পুরাতন মালদায়


সুইটির দেহর পাশ থেকে একটি নোট উদ্ধার হয় যাতে লেখা ছিল,'আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না'। 
জানা যাচ্ছে কিছুদিন আগে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সুইটি। সেই কারণেই কি এই চরম পদক্ষেপ? ঘটনার তদন্ত করছে পুলিশ। 

আরও পড়ুন ১১র কিশোরীকে 'বন্ধু ডেকে' ধর্ষণ করাল ২১ এর তরুণী, মুম্বইয়ে বেআব্রু নারী নিরাপত্তা

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না