পারদ নামতেই সাঁতরাগাছি ঝিলে রেকর্ড পরিযায়ী পাখি, ক্যামেরায় বিভিন্ন পোজে হিমালায়ান থেকে হেরন

Published : Jan 17, 2022, 05:54 PM IST
পারদ নামতেই সাঁতরাগাছি ঝিলে রেকর্ড পরিযায়ী পাখি, ক্যামেরায় বিভিন্ন পোজে হিমালায়ান থেকে হেরন

সংক্ষিপ্ত

শীতল হাওয়ার পরশ লাগতেই সাঁতরাগাছি ঝিলে ফিরল এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখিরা। বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে সাঁতরাগাছি ঝিলে এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখিদের ভীড়।  

শীতল হাওয়ার পরশ লাগতেই সাঁতরাগাছি ঝিলে (Santragachi pool )ফিরল এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখিরা। বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে সাঁতরাগাছি ঝিলে এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখিদের ভীড়। প্রতি বছরের মতো এবারও ঝিলে পাখি গোনার কাজ হয়। তাঁতেই জানা গিয়েছে, এ বছরে পাখিদের সংখ্যা যথেষ্ট বেশি। যদিও পাখিদের প্রজাতির সংখ্যা অনেক কম। তবে এবারে রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি আসায় খুশি পক্ষী প্রেমিকরা(Bird Lovers)।

ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা পাদদেশ অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এবছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরা একটু দেরিতে এসেছে। তবে মাঝে কয়েকদিন বেশ ভালো রকম ঠাণ্ডা পড়ায় দলে দলে পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমায়। প্রকৃতি সংসদের পক্ষ থেকে শনিবার পাখি গণনার কাজ হয়। জানা গেছে এ বছরে মোট ৬৭৪২ টি পরিযায়ী পাখি এসেছে। এদের মধ্যে তিনটি ট্রানস হিমালায়ান প্রজাতির পাখি আছে। তারা হল লেসার হুইসলিং বার্ড, গাডওয়াল এবং নর্দান পিন্টেল। এদের সংখ্যা যথাক্রমে ৬৬৭৪,  ৮ এবং ১।এছাড়াও এগারো প্রজাতির পাখি এসেছে। এদের মধ্যে কমন মুরহেন, ব্রোঞ্জ জাকানা, পার্পেল হেরন, হোয়াইট ওয়াগটেল, লিটল কর্মরান্ট, গ্রেট ইন্ডিয়ান পনড হেরন এবং হোয়াইট থ্রোটেড কিংফিশার এবং অন্যান্য পাখিরা।

প্রকৃতি সংসদের পক্ষ থেকে প্রসেনজিৎ জানিয়েছেন গত বছরের তুলনায় এবারে পাখির সংখ্যা বেশি হলেও প্রজাতির সংখ্যা কমেছে। যা যথেষ্ট উদ্বেগের। তাঁরা এও জানিয়েছেন ঝিলে কচুরিপানার পরিমাণ নির্দিষ্ট থাকার ফলে পাখিরা অনেক সচ্ছন্দে বসবাস করতে পারছে। চারদিকের শব্দ দূষণ এবং উপদ্রব থেকে কচুরিপানায় সহজেই লুকিয়ে থাকা যায়। তাই আগে থেকে কচুরিপানার বংশ বৃদ্ধির ফলে পরিযায়ী পাখিদের সহায়ক হয়েছে।প্রকৃতি সংসদ সূত্রে জানা গেছে ২০০০ সালে ষোলটি প্রজাতির ৫৬৯৪ পাখি এসেছিলো যাদের মধ্যে লেসার হুসলিং ডাক ছিলো ৫৬০১।পরের বছর এসেছিলো বারোটি প্রজাতির  ৫৬৫১ টি পাখি। যার মধ্যে লেসার হুইসলিং বার্ড এসেছিলো ৫৫৩৬ টি।এদিকে পরিযায়ী পাখি দেখতে প্রতিদিন ভিড় করছেন পক্ষী প্রেমিকরা। অনেকে বাইনোকুলার দিয়ে পাখি দেখছে এবং ক্যামেরায় লেন্স বন্দী করছেন পাখিদের। পরিযায়ী পাখির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি তাঁরা।

PREV
click me!

Recommended Stories

Today live News: Gold Price Today - মঙ্গলবার আবার দাম বাড়ল সোনার! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Weather Update: বেলা বাড়লেই লাফিয়ে চড়ছে পারদ, ঠান্ডা আর কদিন বাংলায়? রইল লেটেস্ট আপডেট