মিড-ডে মিলে ১টা ডিম বেশি খেতে চাওয়ায় নির্মম পরিণতি শিশুর

Published : May 25, 2019, 04:13 PM IST
মিড-ডে মিলে ১টা ডিম বেশি খেতে চাওয়ায় নির্মম পরিণতি শিশুর

সংক্ষিপ্ত

১টা ডিম বেশি খেতে চাওয়ায় নির্মম পরিণতি শিশুর ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের খিদিরপুর আইসিডিএস-এ নৃশংস এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে

মিড-ডে মিলের খাবারই তৃপ্তি করা খায় ছোট ছোট ছেলেমেয়েগুলো। আর সেই কারণেই লজ্জা ভেঙে একটা ডিম বেশি খেতে চেয়েছিল এক শিশু। আর এর জেরেই এক নির্মম ঘটনার শিকার হতে হল ওই শিশুকে!

অভিযোগ, মিড-ডে মিলের খাবারে অতিরিক্ত ডিম চাওয়ায় শাস্তিস্বরূপ শিশুটির প্যান্টের মধ্যে ঢেলে দেওয়া হয় গরম খিচুরি! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের খিদিরপুর আইসিডিএস-এ। নির্মম এই দুর্ঘটনার জেরে শিশুটির নিম্নাঙ্গ পুড়ে গিয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। চিকিৎসকদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। 

নৃশংস এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। শিশুটির পরিবারের তরফ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে সেখানকার স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই স্কুলের স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আশা করা হচ্ছে খুব শীঘ্রই দোষীকে সনাক্ত করা হবে। 

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘I-PAC নিয়ে দিদির এত মাথাব্যথার কারণ খোকাবাবুকে বাঁচানো!’ কটাক্ষ অধীরের
জানুয়ারিতেই ২% DA বৃদ্ধি! এবার কি বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা