বাড়ির ফেরার পথে তৃণমূলের ছাত্রনেতার রহস্যমৃ্ত্যু, জাতীয় সড়কে মিলল রক্তাক্ত দেহ

  • তৃণমূল ছাত্রনেতার রহস্যমৃত্যু
  • মারা গিয়েছেন তাঁর সঙ্গীও
  • জাতীয় সড়কে মিলল দু'জনের রক্তাক্ত দেহ
  • শোরগোল বীরভূমের রামপুরহাটে

আশিষ মণ্ডল, বীরভূম:  দলের কাজ সেরে ফেরার পথে রহস্য়মৃত্যু! রাস্তা থেকে উদ্ধার হল তৃণমূল এক ছাত্রনেতা ও তাঁর সঙ্গী রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: বাঁশ উঁচিয়ে মহিলাদের মারছেন তৃণমূল নেতা, গড়বেতার ছবি ভাইরাল হতেই গ্রেফতার দাপুটে

Latest Videos

রামপুরহাট পুরসভার ব্রাহ্মণী এলাকার বাসিন্দা রকি আলি। একসময়ে রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, সংগঠনের কাজে বুধবার নলহাটিতে গিয়েছিলেন রকি। তাঁর সঙ্গে ছিলেন স্বাধীন শেখ নামে আরও একজন। কাজে সেরে বাইকে করে ফিরছিলেন দু'জনে। তারপর? গভীর রাতে স্থানীয় স্বাধীনপুর গ্রামে ৬০ নম্বর জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেসর ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ যখন তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়, তখন রকিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যান স্বাধীনও।

আরও পড়ুন: ফতোয়া কমিটিতে তিন তৃণমূল নেতার নাম, মুর্শিদাবাদের ঘটনা ঘিরে বিতর্ক রাজ্য়ে

বৃহস্পতিবার সকালে প্রয়াত ছাত্রনেতার দেহ রামপুরহাট কলেজের সামনে আনা হয়। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান তৃণমূল নেতা ও ছাত্র নেতারা। রকি শেখের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার রামপুরহাটে প্রতিষ্ঠা বার্ষিকীর সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছেন টিএমসিপি-র স্থানীয় নেতারা। কীভাবে এই ঘটনা ঘটল? তা কিন্তু স্পষ্ট নয়। তবে জাতীয় সড়কে দুর্ঘটনায় তৃণমূল ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
 

Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে