সংক্ষিপ্ত
- বাঁশ উঁচিয়ে মহিলাদের মারধর তৃণমূল নেতার
- মহিলাদের কাতর চিৎকারেও মানছে না
- রাস্তায় ফেলে মারধর করার ছবি ভাইরাল
- গড়বেতার এই ছবি ভাইরাল হতেই গ্রেফতার
পশ্চিম মেদিনীপুরে দাপুটে তৃণমূল নেতার হামলায় গুরুতর জখম হলেন দুই মহিলা। রাস্তার উপর বাঁশ উঁচিয়ে বেধড়ক মারধর করা হয়। গড়বেতার ধাদিকার এই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তৃণমুল নেতাকে তড়িঘড়ি গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে স্থানীয় তৃণমূল নেতা প্রতিবেশী মহিলাদের বেধড়ক মারধর করে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম শিবরাম পণ্ডিত। গড়বেতার ধাদিকা এলাকার বাসিন্দা তিনি। ছেলে সিভিক ভলান্টিয়ার বলে এলাকায় তাঁর দাপট রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিবরাম নিজেকে তৃণমূল নেতা ও সিভিক পুলিশের বাবা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে বেড়ায়। সেকারনে প্রতিবেশীর জমি দখল চেষ্টা করেছিল বলে অভিযোগ। বাধা দিলে জমির পরিবারের লোকজনের উপর হামলা চালায় শিবরাম। রাস্তার উপর মহিলাদের বাঁশ দিয়ে পেটায় সে। ঘটনার সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। পুলিশ শিবরামকে গ্রেফতার করে।
আরও পড়ুন-সেপ্টেম্বরেই চালু লোকাল ট্রেন, শুক্রবারই শিয়ালদহে হবে বৈঠক
গড়বেতার এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। তৃণমূল নেতার এই ধরনের আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে স্থানীয় নেতত্ব। যদিও, ঘটনাটি পারিবারিক, রাজনৈতিক নয় বলে পালটা দাবি করেছে তৃণমূল।