গুরুতর অসুস্থ অবস্থায় বাঘ উদ্ধার সুন্দরবনে, ক্যাম্পে নিয়ে আসার পথেই মৃত্যু, দেখুন মর্মান্তিক সেই ভিডিও

Published : May 30, 2021, 01:47 PM ISTUpdated : May 30, 2021, 02:45 PM IST
গুরুতর অসুস্থ অবস্থায় বাঘ উদ্ধার সুন্দরবনে, ক্যাম্পে নিয়ে আসার পথেই মৃত্যু, দেখুন মর্মান্তিক সেই ভিডিও

সংক্ষিপ্ত

একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হল সুন্দরবনে ১১ -১২ বছরের বাঘ গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্প পাড়ে শুয়েছিল চিকিৎসার জন্য নিয়ে আসতে পথেই মৃত্যু

একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হল সুন্দরবনে। রবিবার সকালে ১১ -১২ বছরের একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাঘকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখী যায় বাঘটিকে। 

 

বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হয় বনকর্মীদের। সাথে সাথে তাকে পানীয় জল ও খাবার দেওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু বাঘটি তা খেতে অক্ষম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে আসার চেষ্টা করেন বনকর্মীরা।

কিন্তু পথেই মৃত্যু হয় বাঘটির। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে প্রবল জলস্ফীতি হয়। এর ফলে জঙ্গলের বিভিন্ন প্রান্তে জল উঠে যায়। বহু বন্য জন্তু সেই সময় জঙ্গল থেকে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। 

ঝড়ের দিনই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমির উদ্ধার হয়। তবে বাঘের খবর সেভাবে পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে এই বাঘটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। নোনা জলের দাপটে বাঘটি অসুস্থ হয়ে পড়ে বলেই প্রাথমিক অনুমান বন দফতরের।

 

 

 

PREV
click me!

Recommended Stories

'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার
Suvendu Adhikari: ‘গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না উনি!’ মমতাকে চরম ধুয়ে দিলেন শুভেন্দু