'মারা গেলে লাল গোপাল রেখে আসব', স্ত্রীর ইচ্ছাপুরণে প্রেমের দিনে আত্মঘাতী তরুণ

নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রেম ছিল মন্দিরা ও রাজার। বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহ ছিল তাঁদের নিত্যদিনের ঘটনা। তারপর পরিবারের সম্মতি আর সালিসি সভাডেকে রাজা ও মন্দিরা আলাদা হয়ে যায়। কিন্তু দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। 

দাম্পত্য কলহের ( marital dispute) জের আর স্ত্রীর (Wife) কথা রাখতে  নিজের জীবন শেষ করে দিল এক তরুণ (Youth)। প্রবল অভিমান বুকে নিয়ে আত্মহত্যা করল।  দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) পুলেরহাট ঘোষপাড়ায় এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম রাজা ঘোষ (Raja Ghosh)। ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)অর্থাৎ সোমবার সে আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর জিজ্ঞাবাদ করা হতে পারে মৃত রাজা ঘোষের স্ত্রী মন্দিরা ঘোষকেও (Mandira Ghaosh)। 

নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রেম ছিল মন্দিরা ও রাজার। বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহ ছিল তাঁদের নিত্যদিনের ঘটনা। তারপর পরিবারের সম্মতি আর সালিসি সভাডেকে রাজা ও মন্দিরা আলাদা হয়ে যায়। কিন্তু দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা দুজন প্রায় নিত্যদিনই কথা বলত। ফোন করত। রাজার পরিবারের সদস্যরা জানিয়েছে, অন্য একটি ছেলের সঙ্গে মন্দিরা সম্পর্কে জরিয়ে পড়েছিল। তাতে দুজনের সম্পর্কে আরও চিড় ধরে। 

Latest Videos

যাইহোক রাজা ও মন্দিরা অন্যান্য দিনের মতই ভ্যালেন্টাইস ডে অর্থাৎ সোমবার দেখা করেছিল। কিন্তু সেই সময় তাঁদের মধ্যে নাকি ঝগড়া হয়। ঝগড়ার সময় মন্দিরা রাজাকে বলেছিল, যে 'তুমি মারা গেলে মৃতদেহে গোলাপ দিতে যাব।' রাজার পরিবারের সদস্যদের অভিযোগ, মন্দিরার মুখে এই জাতীয় কথা শুনেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।  মন্দিরার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে এসে আত্মহত্যা করেছে। এই ঘটনার পরই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা। এই ঘটনর পরই মন্দিরাকে গ্রেফতারের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা। 


ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজার দেহ উদ্ধার করা হয়েছে। পাঠান হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় ও পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কাঠগড়ায় তুলেছে মন্দিরাকে। তরুণীকে গ্রেফতারের দাবিও উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত মন্দিরা কোনো মন্তব্য করেনি। পুলিশ সূত্রের খবর প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করা হবে মন্দিরাকে। গোটা পরিস্থিতির দিকে পুলিশ নজর রাখছে বলেও সূত্রের খবর। 

পিতৃপরিচয়ের পর আধুনিক জিন্না, রাহুলের সমালোচনায় সরব হেমন্ত বিশ্বশর্মা

রাতের আকাশে উজ্জ্বল ওটা কী, ভিডিও পোস্ট করে নেটিজেনের প্রশ্ন

'আমি মিথ্যা কথা বলি না',পঞ্জাবে মোদীর সঙ্গে কেজরিওয়ালকে কটাক্ষ রাহুলের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি