প্রতিবেশী রাজ্য বিহারে বিজেপির জয়জয়কার, প্রভাব পড়ল নবাব নগরী মুর্শিদাবাদে

  • বিহারে বিজেপি একছত্র আধিপত্য
  • প্রতিবেশী রাজ্যের প্রভাব পড়ল বাংলায়
  • মুর্শিদাবাদে বিজেপির বিজয় মিছিল
  • রাজ্যে রাজনীতিতে চড়ছে পারদ

Asianet News Bangla | Published : Nov 11, 2020 4:44 PM IST / Updated: Nov 11 2020, 10:16 PM IST

বিহার বিধানসভা ভোটে বিজেপির বাজিমাৎ। মহামারির আবহেও কাজে দিয়েছে মোদি ম্যাজিক। বিহারে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ১২৫টি আসন। মহাজোট পেয়েছে ১১০টি আসন। এরপরই, বিধানসভা ভোট রয়েছে বাংলায়। একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। প্রতিবেশী রাজ্যে বিজেপির ভাল হতেই উজ্জীবিত বাংলার বিজেপির নেতা কর্মীরা। মুর্শিদাবাদে বিজেপি জয়ের সেলিব্রেশন করলেন কর্মী সমর্থকরা।

বিহারে বিজেপির জয়ের প্রভাব আছড়ে পড়ল ইন্দো-বাংলা সীমান্তে মুর্শিদাবাদে। বুধবার লালগোলায় বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে রাস্তায় বেরোলেন। জেলার কর্মী সমর্থকদের উজ্জীবিত করতেই এই উদ্য়োগ বলে জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সন্ধেয় লালগোলা বাসস্ট্য়ান্ড চত্বরে বিজয় মিছিল করেন তাঁরা। গোটা বাজার এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিজেপি নেতারা। বাস স্ট্যান্ড চত্বর থেকে নেতাজি মোড় পর্যন্ত পরিক্রমা করেন তাঁরা। দলীয় কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

আরও পড়ুন-বিজেপিতে কি গুরুত্ব বাড়ছে শুভেন্দুর, ভারতী ঘোষের মুখে শুভেন্দুর প্রশংসায় বাড়ছে জল্পনা

বিজয় মিছিলের পর লালগোলার স্থানীয় বিজেপি নেতাদের দাবি, বিহারের পর পশ্চিমবঙ্গেও বিজেপির জয় নিশ্চিত। তাঁদের বার্তা, সকলের উন্নয়নের জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করুন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সাহায্য করুন। এমনটাই জানালেন বিজেপির নেতা কর্মীরা।

Share this article
click me!