নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গে কাটতে পারে বৃষ্টির খরা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় থাকা নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

Saborni Mitra | Published : Jul 14, 2022 7:38 AM IST / Updated: Jul 14 2022, 01:20 PM IST

বৃহস্পতিবার থেকেই কি দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কাটতে চলেছে? বর্ষাকালে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়নি। আর সেই কারণেই মধ্য জুলাইতেই বৃষ্টির জন্য চাকত পাখির মত দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। কারণ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় থাকা নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে তা পুরণ হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 


হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায়  বইবো ঝোড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। আর সেই কারণে শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

Latest Videos

হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা ও বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। এদিন সকালে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের দখল নেয় মেঘ। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৭৮ শতাংশ। যার জন্য অস্বস্তিসূচকও বেশি। তবে খাতায় কলমে বর্ষাকাল এসে গেলেও এখনও পর্যন্ত তেমন বৃষ্টির দেখা নেই।

তবে বৃষ্টির ঘাতটি নেই উত্তরবঙ্গে। প্রতিটি জেলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহারে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।  প্রথম থেকেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। আগামী দিনেও উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সমস্যা নেই। কিন্তু চলতি মরশুমে দক্ষিণহবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে। জুন মাসের পর জুলাইয়ের এপন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল ঘাটতি রয়েছে। একই অবস্থা কলকাতাতেও। কলাকাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। সঙ্গে সমস্যায় ফেলেছে অস্বস্তিরক আবহাওয়াও। কখনও মেঘ কখনও বৃষ্টি যা অনেকটা শরৎকালের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এখনও  প্রবল গরম আর আদ্রতা বেশি থাকায় পথচলতি মানুষকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এখনও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। সর্বনিন্ম তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রির আশেপাশে। 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়