'ছবিতেই আঁচ পাওয়া যাচ্ছে বিজেপি সরকারের', মেদিনীপুরের সভার পর কী টুইট করলেন অমিত শাহ

মেদিনীপুরের সমাবেশের ছবি পোস্ট করলেন অমিত শাহ

ছবিগুলিই বাংলায় বিজেপি সরকার আসার স্পষ্ট ইঙ্গিত বলে দাবি করলেন

মেদিনীপুরের মানুষকে এই সমর্থনের জন্য ধন্যবাদও জানালেন

এদিনের সমাবেশ নিয়ে আর কী বললেন তিনি

এতদিন যদিও বা সামন্য দ্বিধা থেকেও থাকে, শনিবার মেদিনীপুরের সমাবেশের পর বাংলায় বিজেপি সরকারের আগমন নিয়ে আর দ্বিধা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে। এই ছবিগুলোর দিকে লক্ষ্য করুন। শনিবার শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। পরে সেই সমাবেশের ছবি টুইট করে অমিত শাহ জানিয়ে দিলেন এই ছবিগুলিই বলে দিচ্ছে যে, বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার বাংলায় বিজেপি সরকার আসছে।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেদিনীপুরের সভার ছবি পোস্ট করে বাংলায় লেখেন, 'মেদিনীপুর সমাবেশের এই ছবিগুলোর দিকে লক্ষ্য করুন। ছবিটা একেবারে পরিষ্কার বোঝাচ্ছে যে বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার বাংলায় বিজেপি সরকার আসছে।'

Latest Videos

সেইসঙ্গে এই বিপুল জনসমর্থনের জন্য মেদিনীপুরের মানুষকে তিনি ধন্যবাদও দিয়েছেন। সেইসঙ্গে আরও একবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন তিনি। অমিত শাহ লিখেছেন, 'আমি মেদিনীপুরের জনগণকে এই বিপুল সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্ত‍‌:স্থল থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সোনার বাংলার স্বপ্নকে চূড়ান্ত রূপ দেবে।'

এদিন, শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ-বিধায়ক ও জেলা স্তরের নেতা-কর্মীর বিজেপি-তে যোগদান নিয়ে তিনি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'নির্বাচন আসতে আসতে দেখবেন দিদি আপনি একাই পড়ে রয়েছেন'। শুভেন্দুর হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁকে বুকে জড়িয়ে নিয়েছিলেনন শাহ। অন্যদিকে শুভেন্দু-ও তাঁর বক্তৃতায় অমিত শাহ-কে তাঁর বড় দাদা বলে সম্মান জানিয়েছেন।

 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News