বাড়ির সামনেই গাড়ির ধাক্কা, মৃত্যু হল ৮০ বছরের বৃদ্ধর

Published : Nov 22, 2020, 05:48 PM ISTUpdated : Nov 22, 2020, 05:55 PM IST
বাড়ির সামনেই গাড়ির ধাক্কা, মৃত্যু হল ৮০ বছরের বৃদ্ধর

সংক্ষিপ্ত

বাড়ির সামনেই গাড়ির ধাক্কা যার জেরে মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনার সময় সাইকেলে ছিলেন ওই বৃদ্ধা ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক

শুভজিৎ পুতুতুণ্ড, বারাসাত: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বাড়ির সামনেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়ছে ওই বৃদ্ধের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মছলন্দপুর- বসিরহাটের রোডের পেয়াদা পুকুর এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃত বৃদ্ধার নাম মনসুর মোল্লা (৮০)। কলকাতা যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। ট্রেনে করে কলকাতা যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতই সাইকেলে করে স্টেশনে যাচ্ছিলেন তিনি। সাইকেল চালিয়ে বাড়ির গলি থেকে মেন রোডে ওঠার সময় একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে তাঁকে। 


ঘটনাস্থলে ছিটকে পড়েন মনসুর মোল্লা। স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে যায় তাঁকে। হাবড়া হাসপাতাল থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে মছলন্দপুর ফাঁড়ির হাতে তুলে দেয়। ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক। আকস্মিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকার ছায়া নেমেছে গোটা এলাকায়।

আরও পড়ুন- গাড়িতে খড় তোলার সময়ে দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দু'জন

আরও পড়ুন- অসাবধানতার 'মাশুল', মোরাম ফেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের

 

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir : যেখানে হবে বাবরি মসজিদ, সেখানেই হল প্রথম নমাজ! ফের হুঙ্কার হুমায়ুনের
Saugata Roy Cigarette Incident: সংসদে সিগারেট কাণ্ড, তৃণমূলের সৌগত রায়কে ধুয়ে দিলেন বিজেপি নেতৃত্ব