'বিজেপিকে ভোট দিলে উন্নয়ন বন্ধ করে দিন', তৃণমূলের কর্মিসভায় বিতর্কিত মন্তব্য অনুব্রতের

  • বিজেপিকে ভোট দিলে উন্নয়নের বন্ধের হুমকি
  • ভোটের মুখে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল
  • অনুন্নয়নের প্রসঙ্গ তুলতেই দিলেন না কর্মিসভায়
  • মাঝ-পথে বুথ সভাপতিদের থামিয়ে দিলেন তিনি 

আশিষ মণ্ডল, বীরভূম: 'বিজেপিকে ভোট দিলে এলাকায় উন্নয়ন বন্ধ করে দিন। কিছু পেতে হলে কিছু দিতে হবে।' বিধানসভা ভোটের আগে ফের স্বমেজাজে অনুব্রত মণ্ডল। বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: গোর্খ্যাল্যান্ড নিয়ে বৈঠকের ডাক কেন্দ্রের,শেষ বিন্দু রক্ত থাকতে ঠেকাবো বললেন গৌতম

Latest Videos

শিয়রে বিধানসভা ভোট, বীরভূমে দলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে ফের বিতর্কিত মন্তব্য। খবরে শিরোনামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। স্থানীয় হরিপ্রসাদ হাইস্কুলের রবিবার নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুর, বানিওড় এবং বাউটিয়া অঞ্চলের রাজ্যের শাসকদলের বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে যোগ দেন বোলপুরের সাংসদ অসিত মাল, নলহাটির বিধায়ক মৈনুদ্দিন সামস, দলের সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিংহ-সহ আরও অনেকেই।

এলাকার বিভিন্ন বুথে হারের কারণ হিসেবে হিন্দু-মুসলমান তত্ত্ব তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিরা। কিন্তু হিন্দুরা কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? সে প্রশ্নের জবাব দিতে পারেননি কেউ। বরং নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন নেন অনেকেই।  বানিওড় অঞ্চলের ৮৮ নম্বর বুথের সভাপতি দীননাথ ঘোষ বলেন, 'আমার ৫৫০ ভোটে হেরে গিয়েছি।' অনুব্রত মণ্ডলের পাল্টা প্রশ্ল, 'আপনাদের লজ্জা করে না?' এলাকার বেহাল রাস্তা প্রসঙ্গ তুলে সাফাই দেওয়ার চেষ্টা করেন বুথ সভাপতি।  তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। বুথ সভাপতিকে থামিয়ে দিয়ে জেলা সভাপতি বলেন, 'ওসব বাদ দিন। যা বলার লিখিত আকারে বলবেন। কিছু দেবেন তবে কিছু নেবেন। সারা জীবন শুধু দিয়েই যাব?' এরপর তাঁর নিদান, 'বিজেপিকে ভোট দিলে বিজেপির কাছে উন্নয়ন বুঝে নেবে। পঞ্চায়েত সদস্য তো আপনার। উন্নয়ন বন্ধ করে দিন। অনেক কাজ করেছেন। এবার কাজ করা বন্ধ করে দিন।'

আরও পড়ুন: নেপথ্যে কি জঙ্গি যোগ, বীরভূমে গাড়িতে ডিটোনেটর নিয়ে যাওয়ার পথে গ্রেফতার চালক

বস্তুত, দলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে বুথ সভাপতি যখনই অনুন্নয়নের প্রসঙ্গ তোলার চেষ্টা করেছেন, তখন তাঁকে থামিয়ে দেন অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা, ২০২১ আগে আমাদের ক্ষমতায় আনুন, তার পর দেখব।'

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik