অসহায়দের পাশে অনুপ্রেরণা, রায়গঞ্জে নয়া উদ্য়োগ কাউন্সিলরদের

  •  অসহায় মানুষদের বিনামূল্যে মাসিক রেশন
  • প্রদানের উদ্যোগ নিল রায়গঞ্জ উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘ
  • যার অন্যতম কর্মকর্তা রায়গঞ্জের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
  • সাহায্য় পেয়ে খুশি এলাকার অসহায় মানুষজন

এলাকার দুঃস্থ অভুক্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে মাসিক রেশন প্রদানের উদ্যোগ নিল রায়গঞ্জ উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘ। যার অন্যতম কর্মকর্তা রায়গঞ্জ শহরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল ও তাঁর সঙ্গীরা।

ভিডিও দেখে সটান হাজির স্টিভ, মুচিপাড়ার ক্ষুদে বিস্ময়-কে বানাবেন বড় ক্রিকেটার

Latest Videos

 "অনুপ্রেরণা " নামে একটি চিন্তাশীল প্রকল্প চালু করে  রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামীণ এলাকার দুঃস্থ অভুক্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে রেশন দেওয়া চালু করলেন তারাতাঁর এই মহতী কাজে পাশে রয়েছেন সহধর্মিণী তথা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর পায়েল মন্ডল এবং উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের  উদ্যোগী যুবকরাআজ ১০০ জন অসহায় দুস্থ গরিব মানুষের হাতে নিজেদের গড়া "অনুপ্রেরনা " প্রকল্পের পাঁচ কেজি চাল ও এক কেজি ডাল তুলে দিলেন   রামকৃষ্ণ সংঘের কর্মকর্তা অর্নব মন্ডল। বিনামূল্যের এই রেশন পেয়ে খুবই খুশি রায়গঞ্জের দুস্থ ও গরিব অসহায় মানুষেরা।

স্কুল ফাইনালে এবার মাদ্রাসায় বসতে চলেছে ৭০ হাজার হিন্দু পড়ুয়া
 
প্রতিমাসে একবার করে এইসব অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হবে ৫ কেজি করে চাল ও ১ কেজি করে ডালবিনামূল্যে চাল ও ডাল হাতে পেয়ে ভীষণভাবে উপকৃত হলেন রায়গঞ্জের দুস্থ অসহায় বাসিন্দা মিনতী অধিকারী, তারামণি মন্ডল, গোষ্ঠ সাহা, মৃদুবালা বসাকেরা উপভোক্তারা জানালেন, তাদের কাছে অন্নদাতা রূপে এসেছেন অর্নব ওরফে বান্টিও যাতে জীবনে আরও উন্নতি করতে পারে এবং আরও বেশি করে অসহায় মানুষদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সেই আশীর্বাদই করলেন তাঁরা।

নিখোঁজ হার্ট স্পেশালিস্ট ফিরলেন 'স্বামীজি'র বেশে, যার কাহিনি জানলে অবাক হতে হয়
 
এ  বিষয়েরামকৃষ্ণ সংঘের কর্মকর্তা তথা  রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্নব মন্ডল বলেন, দীর্ঘ এক বছর ধরে রায়গঞ্জের একেবারে দুস্থ অসহায় অভুক্ত মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এনজিওর মাধ্যমে তাদের তালিকা তৈরি করা হয়েছে। আজ থেকে তাদের হাতে মাসিক রেশন তুলে দেওয়া হল।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari