জামুড়িয়ায় সিপিএম প্রার্থীকে 'ভয়' দেখাতে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের ১২ ও ১৩ নম্বর বুথের সামনে। অভিযোগ, আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলে বুথ দখলের চেষ্টা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

সকাল ৭টা থেকেই শুরু হয়েছে রাজ্যের চার পুরনিগমের (West Bengal Municipal Corporation Election 2022) ভোটগ্রহণ। এদিকে সকাল থেকেই চার পুরনিগম থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। কোথাও ছাপ্পা ভোট, কোথাও বুথ দখল তো কোথাও ভুয়ো ভোটারের (Fake Voter) খবর সামনে এসেছে। আর এই পরিস্থিতির মধ্যেই এবার জামুড়িয়ায় (Jamuria) প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে।   

কী ঘটেছে?

Latest Videos

এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের (Sripur High School) ১২ ও ১৩ নম্বর বুথের সামনে। অভিযোগ, আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলে বুথ দখলের চেষ্টা করেছিল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা (Miscreants)। আরও অভিযোগ, এই এলাকায় সকাল থেকে তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। এর নেতৃত্বে তৃণমূল বিধায়কের ছেলে রয়েছেন বলে অভিযোগ সিপিএমের। এরপর বিধায়কের ছেলে প্রথমে শ্রীপুর বয়েজ হাইস্কুলে ঢোকার চেষ্টা করেন। সেই সময় তাঁদের বাধা দেন গ্রামের বাসিন্দারা। তখনকার মতো তাঁরা সেই এলাকা থেকে চলে গিয়েছিলেন। এরপর আরও লোক নিয়ে এসে ফের ওই বুথ দখলের চেষ্টা করেন তাঁরা। সামনেই সিপিএম প্রার্থীকে পেয়ে যান। তাঁকে ভয় দেখাতে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। সিপিএম প্রার্থী দয়াময় বাউড়িকে ভয় দেখাতেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁর মেয়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, সিপিএম প্রার্থী নিজেই ওই এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল।

 

 

আরও পড়ুন- কোথাও ছাপ্পা তো কোথাও এলাকার বাসিন্দাদের মারধর, বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা বিধাননগরে

উত্তপ্ত আসানসোল

এর আগে আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থী বলেন, "বাইরে থেকে ছেলে এনে ভোটে রিগিং করছে। ২০০ জন প্রায় ছিল। আমাদের মেরেছে। আমার মাথায় লোহার রড দিয়েছে মেরেছে। হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ওরা আগে আমার ওপর আগ্নেয়াস্ত্র পয়েন্ট করে। চারটি লাঠি দিয়ে মারে। পুলিশ কিছু করছে না।"

আরও পড়ুন- পুরভোটের দিনেই রাজ্য-রাজ্যপালের সংঘাত পৌঁছল চরমে, দেখুন ব্লক বিতর্ক থেকে বিধানসভা

এখানেই শেষ নয়। আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলেও উত্তেজনা ছড়ায়। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী (BJP Candidate) চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা বাধে। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ।

আরও পড়েন, বিধাননগরে ভোট চলাকালীন বুথের ভিতরেই তৃণমূল-বিজেপি প্রার্থীর মধ্যে হাতাহাতি, অভিযোগ ওড়াল শাসকদল

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar