আসানসোল রিলায়েন্স মলে ডাকাতির চেষ্টা, চলল ৬ রাউন্ড গুলি

Published : Feb 11, 2021, 01:32 PM IST
আসানসোল রিলায়েন্স মলে ডাকাতির চেষ্টা, চলল ৬ রাউন্ড গুলি

সংক্ষিপ্ত

আসানসোলের রিলায়েন্স মলে ডাকাতির চেষ্টা সেখানে চলল ৬ রাউন্ড গুলি ঘটনায় গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষী এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়

তৃনঞ্জন চট্টোপাধ্যায়: ফের প্রকাশ্যে ডাকাতির চেষ্টা। এবার পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসোলের রিলায়েন্স মলে ডাকাতির চেষ্টা দুষ্কৃতিদের। বৃহস্পতিবার সাত সকালে সেখানে ঘটে এই ঘটনা। সেখানেই চলল ৬ রাউন্ড গুলি। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে সেখানকার এক নিরাপত্তা রক্ষী। এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।


প্রসঙ্গত, বৃহস্পতিবার সাত সকালে গুলির শব্দ শুনতে পান মলের কর্মীরা। সূত্রের খবর মলের ক্যাম্পাসের মধ্যে আচমকাই চলতে থাকে গুলি। গুলির শব্দ শুনে আশপাশ থেকে লোক ছুটে আসে সেখানে। ঠিক সেই সময়েই মলের টাকা নিয়ে যাচ্ছিল ক্যাশ ক্যারি করার একটি গাড়ি। সেই গাড়ি লক্ষ্য করেই চলে ৬ রাউন্ড গুলি। গাড়ি থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুষ্কৃতিরা এমনটা করেছে বলে অনুমান। গুলি চালানোর পরই দুষ্কৃতিরা নিজেদের মোটর বাইক ছেড়ে অন্য বাইক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। এই ঘটনায় সেখানকারই একজন নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
 

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর