Bangla Pakkho: প্রজাতন্ত্র দিবসে বাতিল বাংলার ট্যাবলো, বিক্ষোভ বাংলা পক্ষের

Published : Jan 17, 2022, 09:49 PM IST
Bangla Pakkho: প্রজাতন্ত্র দিবসে বাতিল বাংলার ট্যাবলো, বিক্ষোভ বাংলা পক্ষের

সংক্ষিপ্ত

বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি ওঠে, বাংলাকে বঞ্চনা করা চলবে না। বাংলার ট্যাবলোকে দিল্লির কুচকাওয়াজে স্থান দিতে হবে।

দিল্লিতে ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস(Republic day 2022) উপলক্ষে বাংলার তৈরি ট্যাবলো (Bengal tableau) বাতিল করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার(Central Govt)। এই পদক্ষেপের প্রতিবাদে প্রেস বিবৃতি দিয়ে বিক্ষোভ কর্মসূচির (Protest) কথা জানায় বাংলা পক্ষ (Bangla Pakkho)। বিবৃতিতে দাবি করা হয়েছে, বিজেপি শাসিত দিল্লি সুভাষের শত্রু। বাংলা ও বাঙালির শত্রু বিজেপি। 

এর প্রতিবাদে বাংলা পক্ষ হাওড়া জেলার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হল। হাওড়ার রামরাজাতলায় কলাবাগান এলাকায় নতুন রাস্তার মোড়ে সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি ওঠে, বাংলাকে বঞ্চনা করা চলবে না। বাংলার ট্যাবলোকে দিল্লির কুচকাওয়াজে স্থান দিতে হবে। সুভাষ চন্দ্র বসু সারা ভারতের, কিন্তু তিনি অনেকের কাছে রাজনীতির কাঁচামাল মাত্র। কিন্তু বাংলা ও বাঙালির কাছে হৃদয় সম্রাট তিনি। 

বাংলা পক্ষ দাবি করে স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান সবথেকে বেশি ছিল। তাই বাংলার তৈরি সুভাষ চন্দ্র বসু ও আজাদ-হিন্দ-ফৌজ কেন্দ্রিক ট্যাবলোর অনুমতি দিতে হবে। নাহলে লড়াই চলবে। উল্লেখ্য, সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকী। আর সেকথা মাথায় রেখেই কথা মাথায় রেখেই এই বছর প্রজাতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এক সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তা নজরে রেখেই বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। 

কিন্তু সরাসরি বাংলায় ট্যাবলোই বাতিল করে দিয়েছে মোদী সরকার। যা নিয়ে জোরদার চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে গত বছরের মতো এ বছরও কেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল করা হল, তা নিয়ে কেন্দ্রের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। আর এখানেই অন্য গন্ধ পাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল-কংগ্রেস।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, লিখিতভাবে এই ট্যাবলো বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করেনি কেন্দ্র সরকার। এমনকী রাজ্যের দাবি, ট্যাবলো সংক্রান্ত কমিটি পাঁচটি বৈঠক করে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে। কিন্তু তারপর আর কোনও বৈঠকে ডাকা হয়নি বাংলাকে। এদিকে প্রতিরক্ষামন্ত্রকের কোনও চিঠি পায়নি নবান্ন। তাতেই আরও ঘোলা হচ্ছে জল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR-এর আবহে ভয়ংকর ছবি! আবর্জনার বস্তা খুলতেই বেরোল একরাশ ভোটার কার্ড
DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট