বাঙালির 'ঈশ্বর' বিদ্যাসাগরের জন্মদিন, রাজ্য জুড়ে উৎসব বাংলা পক্ষের

বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালির 'ঈশ্বর' বিদ্যাসাগরের জন্মদিনে "বাংলার জাতীয় শিক্ষক দিবস" পালন হল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির জাতীয় শিক্ষক।

বাংলা পক্ষর (Bangla Pokkho) নেতৃত্বে বাঙালির (Bengali) 'ঈশ্বর' বিদ্যাসাগরের (Iswar Chandra Vidyasagar) জন্মদিনে "বাংলার জাতীয় শিক্ষক দিবস" পালন হল। 

Latest Videos

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির জাতীয় শিক্ষক। শিক্ষার প্রসারে, মূলত নারী শিক্ষার প্রসারে, সমাজ সংস্কারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর লেখা বর্ণপরিচয়ের হাত ধরেই বাঙালি অক্ষর জ্ঞান লাভ করে। তাই তাঁর জন্মদিনই হল বাংলার জাতীয় শিক্ষক দিবস৷ তাঁর জন্মদিন ২৬ শে সেপ্টেম্বর বাংলা জুড়ে বাংলার জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। 

বাংলার প্রতিটা জেলাতেই বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা উৎসাহ ও উদ্দীপনার সাথে শিক্ষক দিবস পালন করেন। প্রতিটা জেলার একজন বিশিষ্ট শিক্ষককে "জাতীয় শিক্ষক" সম্মাননায় ভূষিত করা হয়েছে। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সকালে রানাঘাট এবং বিকেলে বারাসাতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নেন। শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা জেলার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নেন। 

এই বছর বাংলার আপামর বাঙালি এই শিক্ষক দিবস পালন করছে। মনোজিৎ বন্দ্যোপাধ্যায় বর্ধমানের অনুষ্ঠানে অংশ নেন। এর আগে সংগঠনের তরফে বহু বিশিষ্ট মানুষের সই সম্বলিত বাংলা পক্ষর দাবিপত্র (২৬ শে সেপ্টেম্বরকে বাংলার জাতীয় শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করতে হবে) মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো হয়। 

বিদ্যাসাগরের জন্মদিন আগামীতে প্রতি বাঙালির ঘরে ঘরে শিক্ষক দিবস হিসাবে পালিত হবে, এই আশা রাখে বাংলা পক্ষ।

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ