নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বাংলায় কী ধরনের তাণ্ডব চলেছে ছবি আকারে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিল রাজ্য বিজেপি।এ দিন ঝাড়খণ্ডে ভোট প্রচারে যাওয়ার জন্য অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে রওনা দেন ঝাড়খণ্ডে।
সেই ফাঁকেই স্থানীয় সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া- সহ স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তখনই তাঁর হাতে একটি পুস্তিকা তুলে দেওয়া হয়। যার নাম 'জ্বল রহা হ্যায় পশ্চিমবঙ্গাল।'
বর্ধমান দুর্গাপুরের সাংসদ জানান, নিরীহ মানুষও যে গত কয়েকদিনের তাণ্ডবে আক্রান্ত হয়েছেন, প্রধানমন্ত্রীকে সেকথা জানানো হয়েছে। বিষয়টি তিনি দেখছেন বলে প্রধানমন্ত্রীও আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীকে আমরা বললাম যে আপনি দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যাঁরা কোনও রাজনীতি করেন না, তাঁরাও আক্রান্ত হচ্ছেন।'
এ দিন রাজ্য সরকারের তরফে মন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন। বিজেপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী মলয়বাবুর কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে জানতে চান। যদিও মলয়বাবুর দাবি, এমন কোনও প্রশ্নই প্রধানমন্ত্রী করেননি। তিনি শুধু প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।