সরছেন অমিত মিত্র, অর্থ দফতরের দায়িত্ব সামলাতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, কী জানাচ্ছে তৃণমূল

পদত্যাগ করছেন অমিত মিত্র। রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। 

Parna Sengupta | Published : Jul 11, 2021 2:11 PM IST / Updated: Jul 11 2021, 08:34 PM IST

প্রখ্যাত অর্থনীতিবিদ ও বর্ষীয়ান তৃণমূল নেতা অমিত মিত্র পদত্যাগ করতে চলেছেন। রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তিনি বলে সূত্রের খবর। গুরুতর অসুস্থ অমিত মিত্র। দিন কয়েক আগেই তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে দাঁড়াতে চাইছেন। কারণ অসুস্থতা। 

রবিবার সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, তৃণমূল সূত্রের খবর,তাঁর এই অসুস্থতার খবর ইতিমধ্যেই দলকে জানিয়েছেন অমিত মিত্র। শীর্ষ নেতৃত্বও এই বিষয়ে সহমত হয়েছে। ফলে তিনি যে সরে দাঁড়াচ্ছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এক শীর্ষ নেতার কথায় অমিত মিত্রের শরীর দীর্ঘদিন ধরেই ভালো নেই। তিনি সরে দাঁড়াতে চাইছেন। শুধুমাত্র দলনেত্রীর কথায় কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। মমতার অনুরোধেই তিনি তৃতীয় বারের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তৃণমূলের অন্দরের খবর, অমিত মিত্র সরলে সেই দফতরের দায়িত্ব আপাতত নেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে হবেন।

Share this article
click me!