'এটাই তো ওর রাগ,আমি চলে এসেছি, আসতে পারলো না শুভেন্দু', খোঁচা সব্যসাচীর

'এটাই তো ওর রাগ,আমি চলে এসেছি, আসতে পারলো না শুভেন্দু', বিধাননগর পুরভোটের আগে খোঁচা সব্যসাচীর। বিধাননগর পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত ভোটের আগে বাড়িতেই বসে ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ করতে যাচ্ছেন তিনি।  

'এটাই তো ওর রাগ,আমি চলে এসেছি, আসতে পারলো না শুভেন্দু', বিধাননগর পুরভোটের ( Bidhannagar Municipal Corporation Election 2022)  আগে খোঁচা সব্যসাচীর। বিধাননগর পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত ভোটের (TMC Leader Sabyasachi Dutta) আগে বাড়িতেই বসে ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ করতে যাচ্ছেন তিনি। এদিন  তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত জানান, 'যে ছাত্র সারা বছর পড়াশোনা করে তাকে পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না।'

'আমি কোনদিনই আমার ওয়ার্ড চেঞ্জ করিনি' 

Latest Videos

 এদিন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত, 'শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, আগে নিজের ওয়ার্ডে কাঁথি পৌরসভা বাঁচাক। তারপরে আমার ওয়ার্ড সবথেকে দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী বলে নয়, পদ হচ্ছে বিরোধী দলনেতা সম্মানীয় পদ । যারা ওনাকে আমার ওয়ার্ডে নিয়ে এসেছিলেন, একটু বলে দেওয়া উচিত ছিল। তাঁদের উনি বললেন ওনার যে প্রার্থী আমার বিরুদ্ধে আমার আগে থেকে কাউন্সিলর। উনি জানেন না যেদিন থেকে পৌরসভা হয়েছে, সেদিন থেকে আমি কাউন্সিলর। ওনার দলের যিনি মনোনীত প্রার্থী তিনি বারবার ওয়ার্ড চেঞ্জ করেছেন আমি কোনদিনই আমার ওয়ার্ড চেঞ্জ করিনি।'

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার-আক্রান্ত বিজেপি বিধায়ক মিহির', বিস্ফোরক শুভেন্দু

৫ জন লোককে পাশে দরকার

সব্যসাচী দত্ত এদিন আরও বলেছেন, 'আজকে মহামান্য আদালত একটি রায় দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই হোক আর রাজ্য নির্বাচন কমিশন হোক একটি সংস্থা অটোনমাস বডি তাদের মান্যতা দিয়ে মহামান্য আদালত সবটাই নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছে এবং এটাই ভবিতব্য যেমন আদালতের কাজের ক্ষেত্রে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না সংবিধানের লিখিত আকারে আছে আদালতও কোন স্ব-শাসিত সংস্থার উপরে সাধারণত করেন না দৃষ্টান্তমূলক ঘটনা না হলে যে সব এর উপরে আদালতে গিয়ে ছিলেন যারা আপনারা বলছেন বিরোধীরা নাকি এখানে প্রচার করতে পারছে না দেখলাম দেবাশীষ জানা ফেসবুকে বলছে এইতো গণতন্ত্র এই ভাবেই তো প্রচার হওয়া উচিত যে ওয়ার্ডে উনি দাঁড়িয়েছেন ওয়ার্ডের অন্তত ৫ জন লোককে পাশে দরকার আমি ওয়ার্ডের যেখানে যেখানে ঘুরেছি সেই ওয়ার্ডের ব্লকের লোককে নিয়ে ঘুরেছি।'

'এটাই তো ওর রাগ,আমি চলে এসেছি, আসতে পারলো না শুভেন্দু', 

কুনাল ঘোষের বিরোধী দলনেতা বক্তব্য নিয়ে সব্যসাচী দত্ত জানান, 'আমি অনেকদিন আগেই বলেছিলাম শুভেন্দু আসতে পারলে বেঁচে যায়। আমি যতদূর জানি বিরোধী দলের নেতা হতে গেলে মিনিমাম একটা সংখ্যা পেতে হয়। সেই সংখ্যা পাবে তো, বলে প্রশ্ন তোলেন তিনি। তৃণমূলের পিছন দরজা দিয়ে কোনও দরজা আছে কিনা শুভেন্দু অধিকারী এখন খুঁজে বেড়াচ্ছেন।  আমি কী দোষ করলাম এবং আজকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আমাকে দয়া করেছেন আশীর্বাদ করেছেন। অভিষেক বলেছেন, তারপরে আমি চলে এসেছি। এটাই তো ওর রাগ শুভেন্দু আসতে পারলো না। আমি চলে এসেছি।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন