বৈরিতা ভুলে ভোটমুখর বিধাননগরে হাগ ডে-তে কোলাকুলি সব্যসাচি-জয়প্রকাশের, তুঙ্গে জল্পনা

বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমুল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন বিধাননগর পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন জয়প্রকাশ।

কোথাও সংঘর্ষ তো কোথাও, ছাপ্পা তো কোথায় ভুয়ো ভোটারের অভিযোগে এদিন সকাল থেকেই নজর কাড়তে শুরু করে বাংলার পৌরসভা নির্বাচন। এদিকে সবথেকে বেশি উত্তেজনার খবর আসতে থাকে বিধাননগর (Bidhannagar Municipal Election 2022) ও শিলিগুড়ি (Siliguri Municipal Corporation Election 2022) থেকে। এই দুই পুরনিগম ছাড়াও এদিন ভোট ছিল চন্দননগর ও আসানসোলেও। এদিকে বিধাননগর পুরভোটে নজর কাড়ল' সব্যসাচী-জয়প্রকাশের কোলাকুলি। বিধাননগর পুরভোটের মাঝেই ২ জনের সাক্ষাৎ হয়। আর তখনই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই কোলকুলি করতে দেখা যায় দুই পোড় খাওয়া রাজনীতিবিদকে।

এদিন বিধাননগর পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। ভোট দিয়ে বেরোনোর পর তৃণমুল প্রার্থী সব্যসাচী দত্তের মুখোমুখি দেখা হতেই পরস্পরের মুখে দেখা যায় এক গাল হাসি। এরপর আলাপচারিতার পর দুজনকে কোলাকুলি করতে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরেন প্রকাশ্য রাস্তাতেই। সকাল থেকে যে বিধাননগরে নানা অভিযোগ উঠছিল সেখানে দেখা গেল রাজনৈতিক সৌজন্য। এরপরই বিজেপি প্রার্থী দেবাশীষ জানার সাথে সৌজন্য বিনিময় করেন জয়প্রকাশ মজুমদার।

Latest Videos

আরও পড়ুন-শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানাবে মানুষ, ভোটে অশান্তি রুখতে বড় বার্তা অশোকের

এদিকে এই কোলাকুলি কী শুধুই সৌজন্য না তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কোনও আগাম বার্তা এই নিয়ে জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওরা আমার সহকর্মী। রাজনৈতিক বৈরিতা কারও সঙ্গে থাকতেই পারে, কিন্তু তাই বলে কেউ কারও শত্রু নয়। রাজনীতি তো রাজনীতির ময়দানে। প্রতিপক্ষ অনেক হয়। কিন্তু তাই বলে শত্রুতা কারোও সাথে হয় না।" তার এই বক্তব্য নিয়েই বর্তমানে শুরু হয়েছে জোরদার চাপানউতর।

আরও পড়ুন-কোথাও ছাপ্পা তো কোথাও এলাকার বাসিন্দাদের মারধর, বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা বিধাননগরে

এদিকে ভোট দেওয়ার পর বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমুল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে এদিন সকাল থেকেই বিধাননগর পুরনিগমকে ঘিরে চর্চা রয়েছে তুঙ্গে। শনিবার ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকে বিধাননগরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। বহিরাগত ভুয়ো ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছে বিরোধীরা। সরব হয়েছে বিজেপি, সিপিএম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল-কংগ্রেস। এই প্রসঙ্গে সব্যসাচী দত্তের দাবি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। নির্বাচন কমিশন অক্ষরে অক্ষরে ক্ষমতা প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে যে তারা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে। সব ঠিকঠাকই আছে।

আরও পড়ুন-কী বলছে সংবিধানের ১৭৪ নম্বর ধারা, কোন ক্ষমতা বলে বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল

আরও পড়ুন-শিলিগুড়িতে তৃণমূল বা বিজেপি ক্ষমতায় এলে মেয়র নিয়ে চলবে টানাপোড়েন, তোপ অশোকের

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury