1 crore lottery: রাতারাতি কোটিপতি অ্যাম্বুলেন্স চালক, ভাগ্য ফিরল লটারির টিকিটেই

Published : Dec 10, 2021, 12:00 AM IST
1 crore lottery: রাতারাতি কোটিপতি অ্যাম্বুলেন্স চালক, ভাগ্য ফিরল লটারির টিকিটেই

সংক্ষিপ্ত

কিছুদিন আগেই লটারি কেটে রাতারাতি কোটপতি হয়ে গিয়েছিলেন জয়নগরের প্রৌঢ়। অন্যদিকে তার কিছুদিন আগে লটারির টাকায় কোটিপতি হতে দেখা গিয়েছিল মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি এলাকার বাসিন্দা শিশির নন্দীকে।

কিছুদিন আগেই লটারি(lottery tickets) কেটে রাতারাতি কোটপতি হয়ে গিয়েছিলেন জয়নগরের প্রৌঢ়। অন্যদিকে তার কিছুদিন আগে লটারির টাকায় কোটিপতি(1 crore lottery) হতে দেখা গিয়েছিল মেদিনীপুর(Midnapore) সদর ব্লকের শিরোমনি এলাকার বাসিন্দা শিশির নন্দিকে।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে