'ল্যাংচা খাওয়াটা কি অপরাধ', কুণাল-মমতার তোপের পর বিজেপির 'ল্যাংচা-ব্রেক' নিয়ে বিস্ফোরক দিলীপ

Published : Mar 24, 2022, 05:43 PM ISTUpdated : Mar 24, 2022, 05:49 PM IST
'ল্যাংচা খাওয়াটা কি অপরাধ', কুণাল-মমতার তোপের পর বিজেপির 'ল্যাংচা-ব্রেক' নিয়ে বিস্ফোরক দিলীপ

সংক্ষিপ্ত

 প্রশ্ন উঠেছে, রাজ্যে এত বড় হিংসার ঘটনা ঘটে গিয়েছে,  এহেন জর্জরিত পরিস্থিতিতে আদৌ কি পিকনিক মুড কাম্য। 'ল্যাংচা খাওয়াটি কি আমাদের দেশে নিষিদ্ধ', বৃহস্পতিবার কিছুটা রেগেই বললেন দিলীপ ঘোষ। 

'ল্যাংচা খাওয়াটি কি আমাদের দেশে নিষিদ্ধ', বৃহস্পতিবার কিছুটা রেগেই বললেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence)বুধবার বিজেপির প্রতিনিধি ঘটনাস্থলে যাওয়ার পথে প্রচন্ড গরমে জলখাবার খেতে শক্তিগড়ে নামেন। ল্যাংচা খান। আর রামপুরহাট যাওয়ার মাঝে বিজেপির ল্যাংচাকাণ্ড ভাইরাল করে দিয়েছেন ইতিমধ্যেই তৃণমূলের কুণাল ঘোষ। আর তারপরেই এদিন আর মেজাজ ধরে রাখতে পারলেন না দিলীপ ঘোষ। প্রশ্ন ছুড়ে দিলেন, জলখাবার খাওয়াটা কি অপরাধ। এবার মুশকিলটা হচ্ছে, অপরাধ কি না তার ব্যাখা না দিলেও, মমতার রসিকতার পর ফের কাটা ঘায়ে নুনের ছেটার মতো পড়েছে গেরুয়া শিবিরে। আর বৃহস্পতিবার তা নিয়েই একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

 

 

প্রশ্ন উঠেছে, রাজ্যে এত বড় হিংসার ঘটনা ঘটে গিয়েছে। আগুন জ্বালিয়ে নিষ্পাপ ৮ টি প্রাণের হত্যা করা হয়েছে। যার মধ্যে মহিলারা এবং শিশু পর্যন্ত রয়েছে। গ্রামে কান পাতলেই পাওয়া যাচ্ছে তীব্র যন্ত্রনার আওয়াজ। এহেন জর্জরিত পরিস্থিতিতে আদৌ কি পিকনিক মুড কাম্য। তাও আবার প্রত্যেকেই যেখানে জনপ্রতিনিধি প্রসঙ্গত, রামপুরহাটের ঘটনাস্থলে যাওয়ার পথেই শক্তিগড়ের রাস্তায় একটি মিষ্টির দোকানে নেমে পড়েন তারা। তাঁদের ল্যাংচা খেতে দেখা যায়। কুণাল ঘোষের ভিডিও অনুসারে দাবি করা হয়েছে, তারপরেই প্রচন্ড গরমের মধ্যে মিষ্টি ও জল যোগ সারে বিজেপির ওই প্রতিনিধি দল। ব্যাস আর কি, এরপরেই রসিকতা আর তোপ দেগে ভরিয়ে দেন কুণাল ঘোষ।

আরও পড়ুন, 'আনারুল ভাল মানুষ, ফাঁসাচ্ছে অনুব্রত', মমতার নির্দেশের পর রাগে ফুঁসছে অনুগামীরা

এনিয়ে বুধবার কুনাল ঘোষ সেই ভিডিও আপলোড করে কটাক্ষ করে বলেছেন, 'বিজেপির পিকনিক, গাড়ি-বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে। বুধবার সকালের দৃশ্য বলে তিনি উল্লেখ করেন। তারপর ঠুকে বলেন,  উল্লেখ্য , ওরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।' তবে শুধুই কুণাল নন, ল্যাংচা খাওয়া নিয়ে বিজেপিকে জোর কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে বীরভূমে ঢুকছে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। বৃহস্পতিবার আমি রামপুরহাট যাব।' সেই কথা মতো এদিন রামপুরহাটের ঘটনাস্থল দেখে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। যদিও বৃহস্পতিবার দিলীপ ঘোষ পাল্টা সাংবাদিকদের বলেন,'আপনারা কি খাচ্ছেন না। না খেয়ে বসে রয়েছেন। ল্যাংচা খাওয়াটি কি আমাদের দেশে নিষিদ্ধ। জল খাবার খাওয়াটি অপরাধ।' 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘এমন টাইট দেব ৫০ বছর বাড়ি থেকে বেরবে না!’ সিঙ্গুরে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ার করলেন সুকান্ত?
'গত ১০০ বছরে ২৪ ঘন্টার মধ্যে এত কাজ হয়নি', রাজ্যের উন্নয়ন নিয়ে বড় দাবি মোদীর