'সিবিআই তোতা পাখি', কোর্টের পুরোনো কথা মনে করিয়ে বাউন্সার ফিরহাদের, পাল্টা তোপ শমীকের

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তে, হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য থেকে শুরু করে অমিত মালব্য।   তবে হাইকোর্টের রায় স্বাগত জানালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কীর্তির কথা মনে করিয়ে এদিন খোঁচা দিলেন ফিরহাদ হাকিম।

 

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তে, হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) থেকে শুরু করে অমিত মালব্য।  আর তদন্ত করতে পারবে না রাজ্য গঠিত সিট। শুধু কাগজপত্রই নয়, ধৃত ও অভিযুক্তদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, রামপুরহাট কাণ্ডে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার রায় ঘোষণা করে জানালো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।তবে হাইকোর্টে নির্দেশকে স্বাগতো জানিয়েছেন তৃণমূলের নেতারাও। তাঁদের একটাই দাবি প্রকৃত সত্য উঠে আসুক। তবে হাইকোর্টের রায় স্বাগত জানালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কীর্তির কথা মনে করিয়ে এদিন খোঁচা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

শুক্রবার সকালে সল্টলেকের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বললেন, 'শুধু আমরাই নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মনে করে রাজ্য পুলিশ বা সিট গঠন করে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। গতকাল মুখ্যমন্ত্রীর বিবৃতিতে প্রমাণিত, পুলিশি তৃণমূল, তৃণমূলী পুলিশ। তিনি ওখানে ষড়যন্ত্রের একটা তত্ত্ব দিয়ে চলে আসলেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে পুলিশের বয়ানের কোনও মিল নেই। দুপক্ষের লোকজন বলছে পুলিশের ওপর তাদের কোনও আস্থা নেই। মহামান্য আদালত গোটা বিষয়টি দেখেছেন এবং মনে হয়েছে এই প্রশাসন, এই সিট দিয়ে কোনওদিনই-এর তদন্ত সম্ভব নয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি', বললেন শমীক।

Latest Videos

আরও পড়ুন, 'রাষ্ট্রপতি শাসন চাই', বাংলার হিংসাকাণ্ডের কথা বলতে গিয়ে রাজ্যসভায় কেঁদে ফেললেন রূপা

অপরদিকে ফিরহাদ হাকিম বলেছেন, 'উচ্চ আদালত রামপুরহাট ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু বাংলায় কোনও ঘটনা ঘটলে সেই ঘটনার তদন্ত করতে গিয়ে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনও পক্ষপাতিত্ব করে না। সিট এই ঘটনার ইনভেস্টিগেশন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। একসময় কোর্ট সিবিআই-কে তোতা পাখি বলে মন্তব্য করেছিল। বিগত দিনে দেখা গিয়েছে বহু ঘটনার সিবিআই তদন্ত হলেও সেই তদন্তের কোনও ফল পাওয়া যায়নি। সিবিআই, ইডি -এর মত কেন্দ্রীয় এজেন্সি গুলি দেশের শ্রেষ্ঠ অফিসারদের নিয়ে গঠিত হয়। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন সরকার তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে এদের ভোঁতা করে দেওয়া হচ্ছে, ফলে এদের তদন্তে চেয়ে পক্ষপাতিত্ব হয় তা দেখা গিয়েছে।'

আরও পড়ুন, রামপুরহাটকাণ্ডে আর কাজ করবে না 'সিট', সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

 ফিরহাদ আরও বলেন, 'বিরোধীরা অনেকে অনেক কথা বলছেন। অথচ তারা যখন এরাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ছোট আঙারিয়া বা নেতাইয়ের ঘটনায় কয় জনকে গ্রেপ্তার করতে পেরেছিলেন বলে প্রশ্ন ছোড়েন তিনি।রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন বলেই তিনি যে কোন ঘটনার তদন্তে কোন দল রং দেখেন না। সেজন্যই দলীয় নেতাকর্মীদের কেও রেয়াত করেন না, এটা প্রমাণ হয়েছে বারবার।রামপুরহাট কাণ্ডের জেরে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।'

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today