বগটুইহত্যাকাণ্ডের ফের আতঙ্ক গ্রামে। উদ্ধার হয়েছে এক ড্রাম ভর্তি বোমা। এদিকে এখন দাউদাউ করে বুকের ভিতরে আগুন জ্বলছে স্বজন হারাদের। আর এমনই সময় বগটুই গ্রামে ভাদুশেখের খুনের অন্যতম অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পিছন থেকে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ এবং সিআইডি।
বগটুইহত্যাকাণ্ডের ফের আতঙ্ক গ্রামে। উদ্ধার হয়েছে এক ড্রাম ভর্তি বোমা। এদিকে এখন দাউদাউ করে বুকের ভিতরে আগুন জ্বলছে স্বজন হারাদের। হত্যাকাণ্ডের তদন্দে নেমেছে সিবিআই। রামপুরহাট নিয়ে তোলপাড় রাজ্য। আর এমনই সময় বগটুই গ্রামে ভাদুশেখের খুনের অন্যতম অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পিছন থেকে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ এবং সিআইডি।
বগটুইকাণ্ডের পর ১৫ দিন বেরিয়েছে। খুব স্লথগতিতে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় গোটা গ্রাম। তার মধ্যে এই গ্রামেই ভাদুশেখের খুনের অন্যতম অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পিছন থেকে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বগটুই গ্রামে। বাতাসে এখনও কান্না-আর্তনাদের আওয়াজ। লেলিহান শিখা জীবন্ত পুড়ে ৮ জন মারা গিয়েছে এই গ্রামে। আর সেই যন্ত্রনার মাঝেই এমনটা ঘটনা প্রকাশ্যে আসতেই পরিস্থিতি বেশ গুরুগম্ভীর। মূলত ভাদুশেখের খুনের অন্যতম অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পিছনেই যে বিপুল পরিমান বোমা মজুত রয়েছে, তার খবর পায় তদন্তকারীর দল। এরপরেই আশেপাশে তল্লাশি চালানো হয়। পলাশ শেখের বাড়ির পিছন থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ এবং সিআইডি।আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ২১ মার্চ খুন হন তৃণমূল নেতা বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে দাঁড়িয়ে ফোন করছিলেন তিনি। সে সময় দুটি মোটর বাইকে চার দুষ্কৃতী তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি বোমা ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জনবহুল এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অন্যান্যরা ছুটে পালিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে উপ প্রধানকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই বগটুই গ্রাম জুড়ে শুরু হয় বোমাবাজি। তবে কি পলাশ শেখের বাড়ির পিছন থেকেই কি বোমা নিয়ে ফেলা হয়েছিল, প্রশ্ন উঠেছে। এদিকে ভাদু শেখের খুনের বদলা দিতে আরও ৮ প্রাণ অগ্নিদগ্ধ হয়ে হারাল।গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে সিবিআই। ঘটনার প্রর্তাক্ষোদর্শীদের সঙ্গে সেই নামের তালিকা তৈরি করছে। রামপুরহাটকাণ্ডে যে ২২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।