'বাংলায় বিজেপি যেন সৎ মেয়ে', প্রচারের মুসলমানদেরও সাড়া পাচ্ছেন অগ্নিমিত্রা

পশ্চিমবঙ্গে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে 'সৎ মেয়ে'র মতো ব্যবহার করা হয়। প্রচারে বেরিয়ে এমনই অভিযোগ আসানসোল লোকসভা উপনির্বাচনের (Asansol by election) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। 
 

পশ্চিমবঙ্গে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে 'সৎ মেয়ে'র মতো ব্যবহার করা হয়। তাই প্রতি পদক্ষেপে তাঁদের আন্দোলন করতে হয়। প্রচারে বেরিয়ে এই অভিযোগই করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ সব সুযোগ সুবিধা শাসক দলকেই দেওয়া হচ্ছে। কোনও এলাকায় তৃণমূ কংগ্রেসকে ৭০টি হোর্ডিং লাগানোর অনুমতি দিলে, বিজেপি পাচ্ছে মাচ্র ১২টি হোর্ডিং লাগানোর অনুমতি। এই অবস্থায় অগ্নিমিত্রার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মুখে বলেন 'ফ্রি অ্যান্ড ফেয়ার' নির্বাচনের কথা। এটা কি 'ফেয়ার' নির্বাচন? 

'আমরা কিছু পাব না, তা তো হতে পারে না'

Latest Videos

এদিন, প্রচারের শুরুতেই প্রশাসনের এই 'দ্বিচারিতা' নিয়ে জেলা শাসকের কার্য়ালয়ে গিয়ে প্রতিবাদ জানান আসানসোল উফনির্বাচনের বিজেপি প্রার্থী। পরে অগ্নিমিত্রা জানিয়েছেন, তিনি জেলাশাসককে বলেছেন, তৃণমূল যতগুলি হোর্ডিং লাগিয়েছে, তাঁকেও ততগুলিই হোর্ডিং লাগাতে দিতে হবে। অগ্নিমিত্রার দাবি, জেলাশাসক তাঁকে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, 'সব সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেস পাবে, আর আমরা কিছু পাব না, তা তো হতে পারে না।' তাঁর দাবি, আসানসোলের মানুষ তাঁরই জয় চাইছেন, বুঝেই শাসক দল প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। 

'আসানসোলের ঘরের মেয়ে'

এদিন প্রচারে বেরিয়ে জনগণের কাছে গিয়ে গিয়ে তাঁদের আশীর্বাদ চাইতে দেখা যায়, 'আসানসোলের ঘরের মেয়ে' অগ্নিমিত্রা পলকে। জিটিরোডের আসানসোল বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রচার চালান তিনি। শুধু হিন্দুরা নন, বহু মুসলিম ব্যবসায়ীকেও দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করতে। তার কতটা ভোটবাক্সে আনতে পারবেন এটাই দেখার। 

বিতর্কে অগ্নিমিত্রা

তবে, একদিন আগেই 'পাল্টা মার'-এর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপি প্রার্থী বলেছিলেন, 'মারের বদলা মার হবে। আমাদের বিধায়কদের মারা হয়েছে। চুপ করে বসে থাকা যাবে না।' বিজেপি প্রার্থীর এই হুশিয়ারিকে হাতিয়ার করে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো এবং প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ করেছে শাসক দল। কমিশনে তারা বিজেপি প্রার্থীর বক্তব্যের একটি ভিডিও-ও জমা দিয়েছে।

অগ্নিমিত্রার জবাব

এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেছিলেন, তাঁর বক্তব্যের একটা অংশ তুলে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে, এরপরও 'মারের বদলা মারই হবে' বলে জানিয়েছিলেন তিনি। 
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh