শুভজিৎ পুততুণ্ড, বারাসত-বিজেপি কর্মীর উপর ফের হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার দু নম্বর ওয়ার্ডে। রাতে বাড়ির ফেরার সময় তাঁদের পথ আটক তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় বীজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক ও বিজেপি কর্মী আনন্দ বেশরা। তাঁর সঙ্গে ছিলেন অভিজিৎ বিশ্বাস নামে আরও এক বিজেপি কর্মী। বাবু ব্লক সুভাষ মোড়ের কাছে তাঁদের পথ আটকায় এলাকার তৃণমূলকর্মীরা। তাঁদের বেধড়ক মারধর করা হয়। এমনকি প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, আমফান বিপর্যয়ের সময় দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বেশরা। সেকারণে তৃণমূল কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল জড়িত নয় বলে পালটা দাবি শাসকদেলের নেতাদের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।