' বিজেপি সভাপতিকে মানছি না', বিষ্ণুপুরে পোস্টার ঘিরে পদ্ম শিবিরের দলীয় কোন্দল প্রকাশ্যে

' বিজেপি সভাপতিকে মানছি না মানবো না', বিষ্ণুপুর শহরে  পোস্টার ঘিরে বিজেপির দলীয় কোন্দল এল প্রকাশ্যে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের কাছেই বিজেপি সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে।  

' বিজেপি সভাপতিকে মানছি না মানবো না', বিষ্ণুপুর শহরে পোস্টার ঘিরে চাঞ্চল্য। সাতসকালেই পোস্টার ঘিরে বিজেপির দলীয় কোন্দল এল প্রকাশ্যে। বাঁকুড়ার বিষ্ণুপুর ( Bankura Bisnupur ) শহরের বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের কাছেই বিজেপি সভাপতির (BJP  President ) বিরুদ্ধে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, 'বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিকে মানছি না মানবো না।' বিষ্ণুপুর বিজেপি কর্মীদের দ্বারা এই পোস্টার সাঁটা হয়েছে পোস্টারে তা উল্লেখ রয়েছে। পোস্টারে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি পদত্যাগও দাবি করা হয়েছে।  বিষ্ণুপুর শহরের একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

Latest Videos

 

 সম্প্রতি বিজেপির বাঁকুড়া জেলার দুটি সভাপতির বদল করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিল্লেশ্বর সিংহকে এবং বাঁকুড়া সাংগঠনিক জেলায় সুনীল রুদ্র মন্ডলকে দায়িত্ব দেওয়া হয় । এরপর থেকেই বাঁকুড়া জেলায় ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে দলের অন্তর্কলহ। নতুনদের হাতে সভাপতির দায়িত্ব দেওয়ার পরেই দলের বিভিন্ন সাংগঠনিক সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে বেরিয়ে পড়েন জেলার ৪ বিধায়ক। পরবর্তীকালে জেলার একাধিক বিধায়ক দুই সভাপতির বদল চেয়ে রাজ্য এবং কেন্দ্রের কাছে চিঠি পাঠায়। এবার বিষ্ণুপুর শহরে পড়ল সভাপতির পদত্যাগ চেয়ে পোস্টার। এখানেই শেষ নয়, সূত্রের খবর, জেলার বিভিন্ন এলাকায় বিজেপি নেতৃত্ব স্থানীয়দের একটা অংশ গোপন বৈঠক করে জেলার সভাপতি বদলের আর্তি নিয়ে রাজ্যের কাছে চিঠিও পাঠাচ্ছেন। শনিবার, সোনামুখী ব্লকের রামপুরে বিজেপির একাধিক বিক্ষুব্ধ নেতার গোপন বৈঠক প্রকাশ্যে এসেছে।

দলীয় সুত্রে জানা গিয়েছে, একাধিক বিজেপির জেলার ও ব্লকের পদে থাকা নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যারা, বিষ্ণুপুরের নব্য সভাপতি ও বর্তমানে ঘোষিত জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তদের তাঁরা মেনে নিতে পারেননি। তাই তাঁরা গোপনে বৈঠক করে রাজ্যের কাছে সভাপতি বদলের ও বর্তমান কমিটি বদলের আবেদন জানাচ্ছেন। একের পর এক ঘটনায় বিজেপি দলের ক্ষোভ যে ক্রমশ বৃহত্তর হচ্ছে তা একেবারেই পরিষ্কার।  দলীয় সূত্রের খবর, দলের নতুন সভাপতিদের মেনে নিতে পাচ্ছেন না দলের একাধিক বিধায়ক ও দলের বলিষ্ট নেতৃত্ব। যার ফলস্বরূপ সভাপতিরদের বিরুদ্ধে এমন ক্ষোভ ক্রমশ প্রসারিত হচ্ছে।  যদিও পোস্টার নিয়ে বিজেপির দাবি সভাপতি নিয়ে দলের মধ্যে কোনো মনোমালিন্য নেই। এটা তৃণমূল চক্রান্ত করে এই কাজ করেছে বলেই দাবি বিজেপির। তৃনমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দের ফল। বিজেপির বিক্ষুব্ধরা  তৃণমূলে আসতে চাইলে স্বাগত বললেন তৃণমূল বিষ্ণুপুর টাউন সভাপতি।।

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today