দশমীর রাতে মালদহে ফের নৌকাডুবি, মহানন্দায় তলিয়ে গেলেন যাত্রীরা

Published : Oct 09, 2019, 10:21 AM ISTUpdated : Oct 09, 2019, 10:30 AM IST
দশমীর রাতে মালদহে ফের  নৌকাডুবি, মহানন্দায় তলিয়ে গেলেন যাত্রীরা

সংক্ষিপ্ত

মালদেহ ফের নৌকাডুবি মহানন্দায় তলিয়ে গেল যাত্রী বোঝাই নৌকা ২ শিশু সহ ৩ জনের দেহ উদ্ধার ঠাকুর দেখতে যাওয়ার সময় বিপত্তি  

মহানন্দা নদীতে ফের ভয়াবহ নৌকাডুবি। এখনও পর্যন্ত নৌকাডুবিতে ২ শিশু সহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। নৌকায় ঠাকুর দেখতে যাওয়ার সময় ঘটে বিপত্তি।

গত ৩ তারিখ মহানন্দায় নৌকাডুবির ঘটনা ঘটে। তার এক সপ্তাহ না হতেই ফের এই মর্মান্তিক দুর্ঘটনা। মালদহের জগন্নাথপুর থেকে মুকুন্দপুরে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন যাত্রীরা। প্লাবিত কৃষ্ণপুরে জলে উলটে যায় নৌকা। 

নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠায় টাল সামলাকে না পেরে উল্টে যায় বলে মনে করা হচ্ছে। আর লাগাতার বৃষ্টির ফলে ফুলে ফেঁপে রয়েছে মহানন্দাও। রাতের অন্ধকারে নৌকাডুবি হওয়ায় উদ্ধারকাজ শুরু করতেও সময় লাগে।  
 

PREV
click me!

Recommended Stories

শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া