সাঁতার জানা ছিল না। বন্ধুদের সঙ্গে গঙ্গায় নেমে তলিয়ে গেল এক কিশোর। কয়েক ঘণ্টার পর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়।
আরও পড়ুন: লকডাউনের মধ্যে ডাকাতি করতে সাইকেলে পারি ৬০০ কিলোমিটার, উত্তরপাড়ায় শোরগোল
মৃতের নাম সৌরভ সাউ। বাড়ি, কলকাতার উত্তর শহরতলির বরানগরে। কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যমে স্কুলের ছাত্র ছিল সে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোজ বিকেলে বন্ধুদের সঙ্গে বাইকে চেপে উত্তরপাড়ায় চলে আসত সৌরভ। গঙ্গার কাছে কখনও চলত খেলা, তো কখন আবার তারা নেমে পড়ত নদীতে।
আরও পড়ুন: পোর্টিকোর ফলস সিলিং ভেঙে আহত পরিযায়ী শ্রমিক, ফের দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে
জানা গিয়েছে, শনিবার বিকেলে স্থানীয় পঞ্চাননতলা ঘাট থেকে গঙ্গা নামে সৌরভ ও তার বন্ধুরা। সকলের যখন স্নান করতে ব্যস্ত, তখন আচমকাই স্রোতের টানে সৌরভ তলিয়ে যায়। ঘটনাটি নজরে পড়তেই উত্তরপাড়া থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে চলে আসেন ওই কিশোরের পরিবারের লোকেরাও। দীর্ঘক্ষণ ধরে নদীতে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। শেষপর্যন্ত রাতে ঘাটের ভেসে ওঠে দেহ। নেহাতই দুর্ঘটনা নাকি অন্যকিছু? উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।