পেট্রাপোল সীমান্তে BSF-এর জোরদার তল্লাশি, দুদিনে ধরা পড়ল ৮২টি জাল ড্রাইভিং লাইসেন্স

একটি দুটি নয় ৮২টি জাল লাইসেন্সের (fake driving licences) সন্ধান পেল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)। পেট্রাপোল (Petrapol) ইন্টিগ্রেটেড চেকপোস্ট সংলগ্ন এলাকায় গত দুই দিন ধরে তল্লাশি চালায় বিএসএফ। তারপরই এতগুলি জাল ড্রাইভিং লাইসেন্সের হদিশ পেয়েছে। প্রত্যেকটি লাইসেন্সই ট্রাক চালানোর জন্য জাল করা হয়েছিল বলে তদন্তকারী সূত্রের খবর। এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 
 

Web Desk - ANB | Published : Jan 18, 2022 1:13 PM IST / Updated: Jan 19 2022, 09:50 AM IST

একটি দুটি নয় ৮২টি জাল লাইসেন্সের (fake driving licences) সন্ধান পেল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)। পেট্রাপোল (Petrapol) ইন্টিগ্রেটেড চেকপোস্ট সংলগ্ন এলাকায় গত দুই দিন ধরে তল্লাশি চালায় বিএসএফ। তারপরই এতগুলি জাল ড্রাইভিং লাইসেন্সের হদিশ পেয়েছে। প্রত্যেকটি লাইসেন্সই ট্রাক চালানোর জন্য জাল করা হয়েছিল বলে তদন্তকারী সূত্রের খবর। এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ভারতের শুক্ত ও স্থলবন্দর কর্তৃপক্ষকে জানান হয়েছে যে লাইসেন্স চালকদের অনুমতি দেওয়া যাবে না। ইতিমধ্যেই স্থানীয় পুলিশের কাছে একটি মামলা দায়ের হয়েছে। 

বর্ডার গার্ডিং ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল কিছু চালক ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য রফতানি ও আমদানির সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরই একটি অংশ সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত। সেই দুষ্কৃতীরা সোনা, রূপা, ফেনসিডিল সিরাপ, মাদক ইত্যাদি পাচর করে। গত ১৬ ও ১৭ জানুয়ারি পেট্রাপোল চেকপোস্টে একটি তল্লাশি অভিযান চালায়। সেই সময়ই খতিয়ে দেখা হয় ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স। প্রথম দিনেই ৫২টি জাল লাইসেন্সের সন্ধান পায়। পরের দিন আরও ৩০টি জাল লাইসেন্সের সন্ধান পায় তারা। দুটিনে মোট ৩০টি ট্রাকের সন্ধান পাওয়া যায়, যেগুলির সীমান্ত পার হওয়ার কোনও অনুমোদন ছিল না। 

বিএসএফ-এর মুখপাত্র কৃষ্ণা  রাও বলেছেন ৮২টি জাল লাইসেন্সই কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারচের কাস্টমসের ও ল্যান্ড পোর্ট অথরিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। যে ট্রাকগুলিকে আটকানো হয়েছে সেগুলি বিএসএফ বাংলাদেশ যাওয়ার অনুমতি দেবে না। পাশাপাশি সেই ট্রাকগুলিকেও আটকে দেওয়া হবে যেগুলির চালকদের কাছে জাল লাইসেন্সে পাওয়া গেছে। 

তিনি আরও বলেছেন যে সব ট্রাক চালক জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সেগুলি দেখিয়ে তারা শুল্ক দফতর থেকে একটি পরে পাশ নিয়ে থাকে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স জাল হওয়ার কারণে শুল্ক দফতরের পাশের আর কোনও বৈধতা থাকে না। তাই সংশ্লিষ্ট ট্রাক চালকদের বাংলাদেশে ট্রাক নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সুষ্ঠুভাবে চালানোর নিশ্চিত করতে বিএসএফ বণগা সীমান্তের ওপারে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনকে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর অনুসরণ করার আবেদন জানিয়েছে। যাতে দুই দেশেরই নিরাপত্তা কোনও কারণে বিঘ্নিত না হয়। 

ভারত বাংলাদেশের মধ্যে ৩০ শতাংশ বাণিজ্য এই এলাকা দিয়ে হয়। তাই এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত। সেই কারণে নিরাপত্তা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এই ঘটনার পর বিএসএফও সীমান্ত নিরাপত্তার ওপর আরও জোর দিয়েছে। 

Republic Day Tableaux: ট্যাবলো ইস্যুতে বাংলার আবেদন খারিজ, রাজনাথের চিঠি তামিলনাডুকে

COVID Wedding Plan: মহামারিকালে আইন না ভেঙেও ৪০০ অতিথি নিয়ে বিয়ে, তাক লাগাচ্ছেন বাংলার দম্পতি
Antrix Devas Deal: 'প্রতারণাই কংগ্রেসের বৈশিষ্ট্য', নির্মলা সীতারমনের নিশানায় অ্যানট্রিক্স দেভাস চুক্তি

Read more Articles on
Share this article
click me!