BSF Bycycle Rally: মুক্তিযুদ্ধের স্মরণে সাইকেলে 'সীমান্ত ব়্যালি', বিশাল আয়োজন BSF-র

মুক্তিযুদ্ধের স্মরণে সাইকেলে 'সীমান্ত র‍্যালি'। একদিকে প্রতিবেশী বাংলাদেশের মুক্তি যুদ্ধের সুবর্ণ জয়ন্তী পাশাপাশি দেশের ৭৫ তম স্বাধীনতার বছর উপলক্ষ্যে ভারতের পক্ষ থেকে এক সাইকেল র‍্যালির আয়োজন করল সীমান্ত রক্ষী বাহিনী।

 

 প্রতিবেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে মুর্শিদাবাদের সীমান্তরক্ষী বাহিনীর হেডকোয়ার্টার থেকে সাইকেলে 'সীমান্ত র‍্যালি'। একদিকে প্রতিবেশী বাংলাদেশের মুক্তি যুদ্ধের সুবর্ণ জয়ন্তী পাশাপাশি দেশের ৭৫ তম স্বাধীনতার বছর  উপলক্ষ্যে ভারতের পক্ষ থেকে এক সাইকেল র‍্যালির আয়োজন করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)।

শুক্রবার মহাসমারোহে ওই সাইকেল র‍্যালি মুর্শিদাবাদের বিএসএফের হেড কোয়াটার রৌশনবাগ থেকে রওনা দেয়, সেখান থেকে ঐ রেলি ফের ইন্দো বাংলা সীমন্তের  পেট্রাপোলের উদ্দেশ্যে ওই সাইকেল যাত্রা শুরু করবে বলে সীমন্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানান হয়। সাইকেল আরোহীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বাহিনীর ডি আই জি কর্ণিক সিং শাখায়াতের ।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত প্রত্যক্ষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল , একাধিক ভারতীয় সৈনি্কের আত্মবলিদানের ফলেই আজ থেকে ৫০ বছর আছে পাক অধিকৃত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে । ফলে বাংলাদেশের বিজয় দিবস ভারতের কাছে এক গৌরবময় অধ্যায় । একদিকে পড়শিদেশের স্বাধীনতা আদায় করতে গিয়ে ভারতীয় সৈনিকদের আত্মবলিদানকে সম্মান জানাতে অন্যদিকে প্রতিবেশি দুই দেশের মধ্যে মৈত্রী ও সৌভাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে বিএসএফের ফ্রন্টিয়ার হেড কোয়াটারের আয়োজনে শিলিগুড়ি দ্রোণাচার্য স্টেডিয়াম থেকে ওই সাইকেল যাত্রা শুরু হয় ।

Latest Videos

রবিবার সীমন্ত ঘেঁষা সড়ক দিয়ে ৫ জন মহিলা ও ১৩ জন পুরুষ জওয়ান ওই যাত্রা শুরু করেন  ,ইতিমধ্যে ৩৮৪ কিমি পথ অতিক্রম করে এদিন তারা  রৌশনবাগ এসে  পৌঁছান ।আগামী রবিবার মোট ৫৫০ কিমি রাস্তা পেরিয়ে ওই সাইকেল যাত্রার সমাপ্তি ঘটবে ইন্দো বাংলা সীমন্তের পেট্রাপোলে গিয়ে । ওই সাইকেল যাত্রায় টিম লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন সন্তোষ কুমার তিনি বলেন ,“ যাত্রা পথে আমরা সাধারন মানুষের সঙ্গেও কথা বলেছি । এই সাইকেল যাত্রার উদ্দেশ্যে কি , সেই বিষয়ে সীমন্তের নাগরিকদের সচেতন করে তোলা হয়েছে । সীমন্তের বাসিন্দারাও আমাদের বিভিন্ন ভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ।”এই ব্যাপারে নিমতিতা এলাকার বাসিন্দা প্রবীন নাগরিক অমর সাহা , লালগোলার নিজামুদ্দিন শেখ বলেন ,“ বাঙলি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা লাভ আমাদের গর্ব । আজ বি এস এফের এই সাইকেল যাত্রা আমাদের ফের সেই দিন টিকে স্মরণ করিয়ে দিল ।”

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর