পাখির চোখ আসানসোল, আজ শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শোয়ে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

শনিবার আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা-র হয়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ইতিমধ্য়েই দায়িত্ব প্রাপ্ত নেতা মলয় ঘটক গোটা কর্মসূচির প্রস্তুতি সেরে ফেলেছেন। 

শনিবার আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা-র হয়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। অর্থাৎ বোঝাই যাচ্ছে হাতে গোনা কয়েকটা মাত্র দিন। তার আগেই গেরুয়াশিবিরকে কুপোকাৎ করতে চায় রাজ্যের শাসকদল। দলীয় সূত্রে খবর,  তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা-র হয়ে প্রচারে শনিবার দুুপুরে একটি রোড শো করতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রায় সাড়ে ৫ কিমি রাস্তা জুড়ে রোড শো

Latest Videos

দলীয় সূত্রে খবর,  আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা-র হয়ে প্রচারে এদিন দুুপুরে একটি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোল গ্র্য়ান্ড হোটেল থেকে শুরু করে আসানসোল গির্জা মোড় পর্যন্ত এই রোড শো করবেন। প্রায় সাড়ে ৫ কিমি রাস্তা জুড়ে তাঁর রোড শো করার কথা রয়েছে। ইতিমধ্য়েই দায়িত্ব প্রাপ্ত নেতা মলয় ঘটক গোটা কর্মসূচির প্রস্তুতি সেরে ফেলেছেন। 

আরও পড়ুন, 'লড়াই জারি রাখো, আমরা তোমার সঙ্গে আছি', বালিগঞ্জ প্রার্থী সায়রাকে সস্ত্রীক আশীর্বাদ বুদ্ধদেবের

আসানসোলে শত্রুঘ্নকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চান তৃণমূলের যুবরাজ

তৃণমূূল সূত্রে খবর,  পাখির চোখ এখন আসানসোল লোকসভা উপনির্বাচন। বিজেপির ছেড়ে দলবদলের বাবুল সুপ্রিয়-র ছেড়ে যাওয়া সিটেই এবার তৃণমূলের তরফে দাড়িয়েছেন বলিউড লেজেন্ড শত্রুঘ্ন সিনহা। এবং বিজেপির তরফে অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবেই বিজেপিকে উৎখাত করতে ভোটের ঠিক আগের মুহূর্তে আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চান তৃণমূলের যুবরাজ।

আসানসোলে কে করবে চেক মেট ?

উল্লেখ্য, আসালসোল লোকসভা আসন গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের শক্ত ঘাঁটি। যদিও এই লোকসবা আসন ছিল বিজেপির দখলে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এদিকে আবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৬ টি বিধানসভায় এগিয়ে যায় তৃণমূল। আসানসোল পুরসভা নির্বাচনেও বেশ ভালো ফল এনেছে রাজ্যের শাসকদল। এদিকে এখানের দুবারের জয়ী সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসে। সুতরাং পরিস্থিতি অনেকটাই অনুকূলে ঘাসফুল শিবিরে। 

আরও পড়ুন, কত সম্পত্তির মালিক তৃণমূল প্রার্থী বাবুল ও শত্রুঘ্ন, জানুন হলফনামায় কী জানালেন তাঁরা

'শত্রুঘ্ন-র সামনে ঝড়ের মতো উড়ে যাবে অগ্মিমিত্রা'

সম্প্রতি ' শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে', আসানসোলে প্রার্থী হওয়ায় বন্ধু অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানাতে গিয়েও খোঁচা দিলেন  একসময়ের সহকর্মী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  এবারে আসানসোল থেকে বিজেপির পদ প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। একসময়ে অগ্নিমিত্রার সঙ্গে প্রায় সবসময়ই বাবুলকে দেখা যেত। বলতে গেলে নিজের হাতে গড়া, রাজনীতিতে অগ্নিমিত্রার হাতে খড়ি বাবুলসুপ্রিয়র হাতেই, অন্তত তেমনি দাবি বালিগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থীর।

দমবার পাত্রী নন অগ্নিমিত্রা

বাবুলের কথায়,  'আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে'। যদিও দমবার পাত্রী নন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা পাল্টা বলেছেন, আমার রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয় দেখে নয়, নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে এসেছি। বাবুল সুপ্রিয় ভাল বন্ধু হতে পারেন, তবে রাজনীতিতে ও এখন আমার শত্রু। নরেন্দ্র মোদীই আমার অনুপ্রেরণা।'  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari