ভোটের আশীর্বাদ নিতে প্রণাম করছে বিজেপি-তৃণমূল, উল্টো চিত্র কংগ্রেসের মাস্টার মশাইয়ের

  • খড়্গপুর সদর বিধানসভা উপনির্বাচনের জন্য হাতে সময় মাত্র দু-সপ্তাহ
  •  বিজেপির প্রেমচাঁদ ঝা থেকে তৃণমূলের প্রদীপ সরকার দুজনেই পা ছুঁয়ে ভোট চাইছেন
  •  উল্টো চিত্র বাম-কংগ্রেস জোটের প্রার্থী চিত্ত মন্ডলের 
  • উল্টে তাঁকে দেখেই প্রণাম করতে এগিয়ে আসছেন সকলে

খড়্গপুর সদর বিধানসভা উপনির্বাচনের জন্য হাতে সময় মাত্র দু-সপ্তাহ ৷ অল্প সময়ের মধ্যে নিজেদের ভোট চাওয়ার লড়াইয়ে কেউই থেমে থাকছেন না ৷ বিজেপির প্রেমচাঁদ ঝা থেকে তৃণমূলের প্রদীপ সরকার দুজনেই খড়্গপুরবাসীর বাড়ি বাড়ি গিয়ে পা ছুঁয়ে প্রণাম করে ভোট চাইছেন ৷ রাস্তা-বাজার সবস্থানেই এই ভোট চাইতে পা ছুচ্ছেন দুই প্রার্থী ৷ উল্টো চিত্র বাম-কংগ্রেস জোটের প্রার্থী চিত্ত মন্ডলের ৷

ষাটোর্ধ এই প্রার্থী একজন অবসর প্রাপ্ত শিক্ষক ৷ দীর্ঘ তিরিশ বছরের বেশি শিক্ষকতার সুবাদে খড়্গপুর জুড়ে ছড়িয়ে রয়েছে বহু ছাত্রছাত্রী ৷ যারা পরিবার নিয়ে এক একজন ভোটার ৷ চিত্ত বাবুকে ভোট চাইতে দেখেই অনেকেই পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ৷ লোাকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর খড়্গপুর বিধানসভা উপনির্বাচনের দিকে রাজ্যবাসীর নজর রয়েছে ৷ কারণ লোকসভার নিরিখে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপির উত্থানের সূত্রপাত তাঁর হাত ধরেই। সেই আসনের উপনির্বাচনে তৃণমূলকে পরাস্ত করে ২০২১-এর আগে বাংলায় ঘাসফুলের ধস নিশ্চিত করতে চাইবে বিজেপি। সেই সঙ্গে খড়্গপুর শহরে বিজেপির অভ্যন্তরীন কোন্দল যে প্রতিবন্ধকতা নয় তাও প্রমাণ করতে হবে দলকে ৷ 

Latest Videos

অন্যদিকে, সেই স্থান ধরে রেখে নিজেদের ২০২১-এর বিধানসভা অভিযানকে মজবুত করতে হবে তৃণমূলকে ৷ কংগ্রেসের ক্ষেত্রেও লড়াই জোরদার শুরু হয়েছে ৷ কারণ দীর্ঘদিনের বিধায়ক প্রায়ত নেতা জ্ঞান সিং সোহন পালকে পরাস্ত করেই দিলীপ ঘোষ ক্ষমতায় এসেছিলেন ৷  সেই স্থানকে উদ্ধার করে কংগ্রেসেরই খড়্গপুর তা প্রমাণ করতে হবে ৷ এই প্রধান তিন দলের লড়াইয়ে মান বাঁচাতে ভোটারদের পা ছুঁয়ে আবেদন করছেন প্র্রার্থীরা ৷ কিন্তু এলাকায় যেতেই প্রবীণ শিক্ষক চিত্ত মন্ডলের পায়ে পড়ছেন এলাকার অনেকেই ৷ তাতে কাউকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন তো কারও কাছে হাত জোড় করে নমস্কার করে বেরিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী চিত্ত মন্ডল ৷ 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল