ভোট পরবর্তী হিংসা মামলায় তৃতীয় চার্জশিট পেশ সিবিআইয়ের, মিঠুন বাগদি খুনে পেশ নতুন চার্জশিট

১২ জুন বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে বিজেপির বুথ সহ সভাপতি মিঠুন বাগদিকে খুন করা হয়। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। 

Asianet News Bangla | Published : Sep 10, 2021 12:08 PM IST

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই। বিজেপি বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম থাকা তিনজন জেল হেফাজতে রয়েছে। আর বাকি দু'জন জামিনে মুক্ত। 

১২ জুন বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে বিজেপির বুথ সহ সভাপতি মিঠুন বাগদিকে খুন করা হয়। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার, সিবিআইয়ের প্রতিনিধিরা নবসন গ্রাম পরিদর্শন করেন। তারপর সেখান থেকে দুবরাজপুর আদালতে যান তাঁরা। মিঠুন বাগদি খুনের ঘটনায় গত ২৮ অগাস্ট প্রথম সিবিআইয়ের প্রতিনিধি দল নবসন গ্রামে গিয়েছিলেন। 

আরও পড়ুন- 'ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া', মমতার জন্য এবার ব়্যাপ গান গাইলেন মদন মিত্র

এর আগে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল তারা। ওই বিজেপি কর্মীকে খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। তদন্তে নেমে ৩ দিন ধরে মৃতের পরিবারের বয়ান রেকর্ড করেছিল সিবিআই। ঘটনার পুনর্নির্মাণও করা হয়। তারপরই চার্জশিট পেশ করেছিল তদন্তকারীরা। এছাড়া বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল সিবিআই। ১৪ মে মনোজকে খুনের অভিযোগ ওঠে।

আরও পড়ুন- শুধু ভবানীপুরেই নয়, ভোট পরবর্তী হিংসার মামলায় লড়াইটা শুরু BJP প্রার্থী প্রিয়াঙ্কার

একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। এরপর এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানির পর ধর্ষণ ও খুনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই মতো তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় এখনও পর্যন্ত তিনটি চার্জশিট জমা দিল সিবিআই।

আরও পড়ুন- গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মমতা, ভোট গ্রহণ ৩০ সেপ্টেম্বর

তবে চার্জশিটের পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাড়েছে মামলার সংখ্যাও। নতুন করে আরও ৩ টি এফআইআর রুজু করেছে সিবিআই। এফআইআরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। আর নতুন ৩টি মামলার মধ্যে ১টি নদিয়া ও ২টি উত্তর ২৪ পরগনার। নদিয়ার চাপড়ায় খুনের মামলায় এদিকে ধৃত ৪ জনকে রাতভর মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই। ভোট পরবর্তী হিংসার তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। রয়েছেন ২৫জন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার অফিসার। 

Bhabanipur BJP candidate Priyanka Tibrewal reacts on post poll violence issue RTB

Share this article
click me!