চলছে গণনা, প্রথম রাউন্ডে এগিয়ে তারকা প্রার্থী, দেব, নুসরত, মিমি

  • প্রথম রাউন্ডে এগিয়ে তারকারা
  • তারকা ম্যাজিক প্রথম এক ঘন্টায়

দেশ জুড়ে সকাল আটটা থেকে চলছে ভোট গণনা পর্ব। সকলের নজরে এখন কোন আসনে এগিয়ে কোন প্রার্থী। প্রথম রাউন্ডের পর বাংলার বুকে এগিয়ে তারকা প্রার্থীরা। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব, বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরত ও যাদবপুর আসন থেকে মিমি চক্রবর্তী এগিয়ে। ভোট গণনার প্রথম রাউন্ডের পর তৃণমুল কংগ্রেসের তারকা প্রার্থীরা এগিয়ে। ঘাটালে দেব গতবার লোকসভা নির্বাচনেই জয় পেয়েছিলেন। চলতি বছরে তারকা সাংসদের তালিকায় কি নাম লেখাতে নির্বাচনীযুদ্ধে নেমেছেন মিমি, নুসরত, প্রথম রাউন্ড গণনা থেকে ফলাফলের চিত্রের সঠিক আভাস মেলা ভার। চলছে গণনা, পরবর্তী রাউন্ডে জনতার রায়ের ছবি পাল্টেও যেতে পারে। তবে বর্তমানে ভোট গণনায় শেষ হতে চলেছে প্রথম রাউন্ড, সেখান থেকেই এই তিন আসনে প্রতিনিধিত্ব করছেন তারকা প্রার্থী।

নজরে এখন এই তিন আসনের দ্বিতীয় রাউন্ড। প্রতিটি রাউন্ড শেষ হওয়ার পরই আসল সমীকরণটা সামনে আসবে। তবে একে একে ইভিএম গণনা পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার দখলে কটা ভোট সেই সংখ্যাতত্বের হিসেব দেখেও বোঝা যাবে তারকা প্রার্থীদের জয়ের মোড় কোন দিকে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও