এক মাসে উদ্ধার দুশোর বেশি হারানো মোবাইল, ফোন হারালেও ভরসা পুলিশ

Published : Feb 16, 2020, 04:53 PM IST
এক মাসে উদ্ধার দুশোর বেশি হারানো মোবাইল, ফোন হারালেও ভরসা পুলিশ

সংক্ষিপ্ত

হারানো ফোন উদ্ধারে চন্দননগর কমিশনারেট-এর সাফল্য দু' মাসে উদ্ধার প্রায় দুশোর বেশি হারানো মোবাইল অনলাইন প্রতারণার ঘটনাতেও উদ্ধার বিপুল পরিমাণ টাকা  

মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে অনেকেই তা ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই থানায় অভিযোগ দায়ের করেন ফোনের মালিকরা। কিন্তু হারানো বা খোয়া যাওয়া ফোন ফিরে পাওয়ার ক্ষেত্রে চন্দননগর পুলিশ কমিশনারেট সাম্প্রতিক কালে যে সাফল্য পেয়েছ, তাতে মোবাইল হারালে পুলিশের উপরে ভরসা করাই যায়। 

গত দু' মাসে মোট ২২০টি হারানো মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দিয়েছে হুগলি জেলা পুলিশ। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন চনিদনগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তিনি জানান, গত দু' মাসে চন্দননগর পুলিশ কমিশনারেট-এ ফোন হারানোর ৭৩৮ টি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমে দুশোর বেশি ফোন উদ্ধার করা হয়। বাকি ফোনগুলিরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ফোন পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ফোনের মালিকরা। পুলিশ যে তৎপর হলে অনেক মানুষই এভাবে উপকৃত হবেন, সেকথাও বলেন প্রত্যেকে। 

তবে শুধু মোবাইল ফোনই নয়, ই ওয়ালেট-এ আর্থিক লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া অভিযোগকারীদের হাতেও সবমিলিয়ে খোয়া যাওয়া পঞ্চাশ লক্ষ টাকা তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। যদিও মোবাইল ফোন বা অনলাইন প্রতারণার অভিযোগের ঘটনায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই তথ্যে যদিও অবাক ভুক্তভোগীরা। 
 

PREV
click me!

Recommended Stories

Sandeshkhali : টার্গেট সাক্ষী? ড্রাইভার কে? নেপথ্যে সবিতা ও মোসলেম! নয়া মোড় শুভেন্দুর মন্তব্যে
Sandeshkhali Accident : 'বাবাকে ফলো করছিল লরিটা' লরির চালক শাহজাহানের কে হয়? বলেদিলেন ভোলা ঘোষের ছেলে!