এক মাসে উদ্ধার দুশোর বেশি হারানো মোবাইল, ফোন হারালেও ভরসা পুলিশ

  • হারানো ফোন উদ্ধারে চন্দননগর কমিশনারেট-এর সাফল্য
  • দু' মাসে উদ্ধার প্রায় দুশোর বেশি হারানো মোবাইল
  • অনলাইন প্রতারণার ঘটনাতেও উদ্ধার বিপুল পরিমাণ টাকা
     

মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে অনেকেই তা ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই থানায় অভিযোগ দায়ের করেন ফোনের মালিকরা। কিন্তু হারানো বা খোয়া যাওয়া ফোন ফিরে পাওয়ার ক্ষেত্রে চন্দননগর পুলিশ কমিশনারেট সাম্প্রতিক কালে যে সাফল্য পেয়েছ, তাতে মোবাইল হারালে পুলিশের উপরে ভরসা করাই যায়। 

গত দু' মাসে মোট ২২০টি হারানো মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দিয়েছে হুগলি জেলা পুলিশ। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন চনিদনগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তিনি জানান, গত দু' মাসে চন্দননগর পুলিশ কমিশনারেট-এ ফোন হারানোর ৭৩৮ টি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমে দুশোর বেশি ফোন উদ্ধার করা হয়। বাকি ফোনগুলিরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ফোন পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ফোনের মালিকরা। পুলিশ যে তৎপর হলে অনেক মানুষই এভাবে উপকৃত হবেন, সেকথাও বলেন প্রত্যেকে। 

Latest Videos

তবে শুধু মোবাইল ফোনই নয়, ই ওয়ালেট-এ আর্থিক লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া অভিযোগকারীদের হাতেও সবমিলিয়ে খোয়া যাওয়া পঞ্চাশ লক্ষ টাকা তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। যদিও মোবাইল ফোন বা অনলাইন প্রতারণার অভিযোগের ঘটনায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই তথ্যে যদিও অবাক ভুক্তভোগীরা। 
 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল