কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে বিজেপি সাংসদের বিরুদ্ধে চার্জশিট সিআইডি-এর

  • দেখতে দেখতে এক বছর পার
  • গুলি করে খুন করা হয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে
  • সেই মামলায় এবার বিপাকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
  • তাঁর বিরুদ্ধে স্লাপিমেন্টারি চার্জশিট পেশ সিআইডি-এর

Asianet News Bangla | Published : Sep 14, 2020 2:57 PM IST

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া:  নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ককে খুনের মামলায় এবার রান্নাঘাটের বিজেপি জগন্নাথ সরকারের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিআইডি। সোমবার চার্জশিট জমা পড়েছে রানাঘাট মহকুমা আদালতে।  শুধু তাই নয়, চার্জশিট নাম না থাকলেও বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধেও তদন্ত বন্ধ করতে রাজি নন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: শুভেন্দু গড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দর্নীতির অভিযোগে সরব বর্তমান

২০১৯ সালের ৯ ফ্রেরুয়ারি। সরস্বতী পুজোর আগের দিন নিজের পাড়াতেই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। অনুষ্ঠানে মঞ্চে খুব কাছ থেক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান বিধায়ক। কারা এমন ঘটনা ঘটাল? তোলপাড় শুরু হয় রাজ্যে। জানা যায়, বিধায়ক হিসেবে একজন নিরাপত্তারক্ষী পেতেন সত্যজিৎ।  কিন্তু ঘটনার দিন ছুটিতে ছিলেন তিনি। বিধায়ক খুনে সিআইডি তদন্তে নির্দেশ দেয় রাজ্য সরকার।

আরও পড়ুন: সিপিএম পার্টি অফিসে ভাঙচুর-আগুন, হাওড়ায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

তদন্তে নেমে  পাঁচজনকে গ্রেফতার করেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এমনকী, খোদ বিজেপি-এর নদিয়া জেলা সভাপতি জগন্নাথ সরকারের বিরুদ্ধেও এফআইআরও করা হয়। কলকাতার ভবানীভবনে ডেকে তাঁকে একাধিকরা জেরা করেছেন সিআইডি-র তদন্তকারীরা। এরইমধ্যে আবার ২০১৯ সালে লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বিধায়ক স্ত্রীকে হারিয়েই সাংসদ নির্বাচিত হন জগন্নাথ সরকার।

Share this article
click me!