পাকিস্তানের নম্বর থেকে বাংলায় প্রতারণা, হেল্পলাইন চালু করল সিআইডি

  • পাকিস্তানি প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই
  • +৯২ নম্বর থেকে আসছে ফোন
  • আর্থিক টোপ দিয়ে প্রতারণার অভিযোগ
  • হেল্পলাইন নম্বর চালু সিআইডি-র
     

কখনও আর্থিক পুরস্কার, কখনও আবার লটারি জেতার টোপ। এমনই অছিলায় বহু মানুষের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ আসছিল সিআইডি-র কাছে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। দেখা গিয়েছে, যে নম্বরগুলি থেকে ফোন করে প্রতারণা করা হয়েছে, সেগুলি সবই পাকিস্তানের। এই ধরনের প্রতারণার ঘটনা এত বেশি সংখ্যায় ঘটছে যে হেল্পলাইন নম্বর চালু করতে বাধ্য হয়েছে সিআইডি।

রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, যে নম্বরগুলি থেকে ফোন করে এই ধরনের প্রতারণা বেশি হচ্ছে, সেগুলি সবই +৯২ দিয়ে শুরু। +৯২ হল পাকিস্তানের আইএসডি কোড। ঠিক যেমন ভারতের আইএসডি বা ডায়ালিং কোড +৯১। 

Latest Videos

অভিযোগ, এই +৯২ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে ফোন করে নানা রকম টোপ দিচ্ছে প্রতারকরা। বেশিরভাগ ক্ষেত্রেই মোটা টাকার আর্থিক পুরস্কারের টোপ দিয়ে প্রতারিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের পিন নম্বরের মতো তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় আবার ফোন করে লটারিতে পুরস্কার জেতার কথা বলেও প্রতারণা করা হচ্ছে। 

সিআইডি-র তরফে জানানো হয়েছে, +৯২ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে ফোন এলে তা না ধরতে। এমন ফোন পেলে প্রয়োজনে সিআইডি-র হেল্পলাইন নম্বরেও অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। গত কয়েকমাসে এই ধরনের অসংখ্য প্রতারণার অভিযোগ পাওয়ার পরেই বাধ্য হয়ে হেল্পলাইন নম্বর চালু করেছে সিআইডি। জানা গিয়েছে, গোটা দেশেই প্রতারণার ফাঁদ ফেলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। আপাতত সিআইডি তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেগুলি হল ১৪৪০৭, ৭৯৮০১২৪৪৮৭ এবং ০৩৩২৪৪৯০৫৩।
 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News