আজ উত্তরবঙ্গ সফরে মমতা, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Published : Mar 27, 2022, 12:51 PM ISTUpdated : Mar 27, 2022, 12:55 PM IST
আজ উত্তরবঙ্গ সফরে মমতা, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সংক্ষিপ্ত

রবিবার উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্য়োপাধ্যায়। হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভবনা -সহ ছয়দিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি।  

রবিবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে মমতা বন্দ্য়োপাধ্যায়। হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা -সহ ছয়দিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। রবিবার শিলিগুড়ির গ্রামীণ এলাকায় উত্তরা ময়দানে এখটি সভা করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সূত্র মারফত খবর, এদিন শিলিগুড়িতে সভা সেরেই পাহাড়ে রওনা দেবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 

  ছয়দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

উল্লেখ্য, মে মাসে শিলিগুড়ি মহাকুমা পরিষদে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে মুখ্যমন্ত্রীর সভা হবে ওই এলাকায়। মূলত পাহাড়ে লোকসভা ভোটই মূললক্ষ্য মমতার। তাই এদিন ফের ছয়দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। যদিও লোকসভা ভোটের আগে বিমল গুরুংয়ের মোর্চা এবং অনিত থাপার দলের সঙ্গে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিনয় তামায়ের মধ্যে দূরত্ব কমিয়ে আনাটাই এখন মূল লক্ষ্য ঘাসফুল শিবিরের বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি দার্জিলিংয়ের পুরসভায় সদ্য জয়ী হওয়া হামরো পার্টির নেতাদের সঙ্গেও ,সুসম্পর্ক গড়তে চাইছেন মমতা। 

আরও পড়ুন, বগটুই হত্যাকাণ্ডে ২১ জনের নামে এফআইআর দায়ের, তদন্তে সক্রিয় ভূমিকায় সিবিআই

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনটাও করাতে চান মুখ্যমন্ত্রী

সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে তৃণমূলের অন্যতম লক্ষ নিজেদের আভ্যন্তরীন বিরোধীতা দূরে সরিয়ে পাহাড়ের বন্ধুভাবাপন্ন দলগুলিকে একসঙ্গে করা। তবে পাহাড়ে জিচিএ চাইছে না, বেশ কিছু রাজনৈতিক দল। তাই আদৌ জিটিএ নির্বাচন হবে কিনা তা নিয়ে চলতি সফরে পাহাড়ের শীর্ষ নের্তৃত্বের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নির্বাচন হয় না পাহাড়ে। তাই এবার সেই পঞ্চায়েত নির্বাচনটাও করাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উল্লেখ্য এর আগে কার্শিয়াংয়ের প্রশাসনিক সভা থেকেও এবিষয়ে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন, কলকাতায় প্রতিবছর ১ ফুট নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, শিউরে ওঠা রিপোর্ট এল সমীক্ষায়

ফেব্রুয়ারিতেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা

প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের দিন বিকেলেই এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগেও উত্তরের আদিবাসী ভোট ব্যাঙ্কে ভারসাম্য রাখতেই ডুয়ার্স সফর করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মূলত,   হারানো জমি পুনরুদ্ধারেই উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  সেবার যা নিজে মুখে বলেওছিলেন তিনি।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় সাফ জানিয়েছিলেন, 'লোকসভা ভোটে গো-হারা হেরেছি। আশা করি বিধানসভা ভোটে আমাকে আপনারা পুষিয়ে দেবেন।' প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার শিরোনামে এসেছে কোচবিহার, আলিপুরদুয়ার গোষ্ঠী কোন্দলের খবর। উত্তরের জেলাগুলিতে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব এতটাই বেশি যে কয়েক মাসের ব্যবধানে তিনবার জেলা সভাপতি বদল করা হয়েছে আলিপুরদুয়ারে। তবে সাংগঠনিক বদল আনলেও  পুরোপুরি মেটানো যায়নি। তবে শেষ অবধি একুশের বিধানসভা ভোটে বিপুল জয় করে তৃতীয়বার সরকারে আসেন মমতা।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন