ইদের নামাজে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করা চলবে না

রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলবে না। হিন্দু মুসলিম-শিখ-ইশাই - সকলকেই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।

Saborni Mitra | Published : May 3, 2022 4:10 AM IST / Updated: May 03 2022, 09:42 AM IST

প্রতি বছরের মত এবারও রেড রোডে ইদের নামাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর ইদের নামাজ অনুষ্ঠিত হয়নি রেডরোডে। দুবছর পর এবার রেড রোডের বিশাল নামাজে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। তিনি বলেন, সময় এসেছে এবার মুসলমান সম্প্রদায়ের মানুষকেও এগিয়ে যেতে হবে। তিনি এবার এই সম্প্রদায়ের মানুষও যাতে দেশের শীর্ষ স্থানীয় আমলা হতে পারে তার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এদিন সকালেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলেন। 

রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলবে না। হিন্দু মুসলিম-শিখ-ইশাই - সকলকেই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। তিনি আরও বলেন মিথ্যা আচ্ছে দিন আর নয় এবার সত্যিকারের সকলের জন্যই আচ্ছে দিন নিয়ে আসার উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার। এদিন মমতা ইদের নামাজে উপস্থিত হয়ে আল্লাহর কাছে সকলের মঙ্গলও কামনা করেন। 

এদিন ইদের নামাজের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বর্তমানে দেশের অবস্থা ও পরিস্থিতি ভালো নয়। ধর্মের নামে হিংসার রাজনীতি করা হচ্ছে। এভাবে বেশি দিন চলবে না। ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করতে দেওয়া যাবে না বলেও তিনি জানিয়েছেন। মমতা বলেন ধর্মের নামে যারা হিংসার রাজনীতি করে তাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল সরকার। সেই লড়াইতে সাফল্যের জন্য সকলে যেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থনা করে - সেই আবেদনও জানিয়েছেন তিনি। 

প্রায় এক মাস রোজার উপবাসের পর এদিন খুশির ইদ। প্রত্যেক বারের মত এবারই রেড রোডে বিশাল নামাজের আয়োজন করা হয়। তবে কালবৈশাখীর বৃষ্টিতে কিছুটা হলেও ব্যহত হয় ইদের নামাজের অনুষ্ঠান। গতকাল মমতা বন্দ্যোপাধ্য়ায় ইদ উপলক্ষ্যে ভবানীপুরের একটি মসজিদে গিয়েছিলেন।
 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি