বাঁধের গায়ে ফাটল বাড়ছে, ভয় ধরাচ্ছে কুলিক নদীর জলস্ফীতি

রায়গঞ্জ কুলিক নদীর বাঁধ মেরামতি না হওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। বৃষ্টির জলে বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দিলেও মেরামতির কোন উদ্যোগ নেয়নি সেচ দফতর।

Parna Sengupta | Published : Jul 25, 2021 10:53 AM IST

রায়গঞ্জ কুলিক নদীর বাঁধ মেরামতি না হওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। বৃষ্টির জলে বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দিলেও মেরামতির কোন উদ্যোগ নেয়নি সেচ দফতর।  বৃষ্টির জলে বাঁধের বিভিন্ন জায়গা ফেটে গেছে। খুব শীঘ্রই সেগুলো মেরামতির করার আশ্বাস দিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। 

রায়গঞ্জ শহরে পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। রায়গঞ্জ শহরকে বাঁচাতে বাঁধ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন বাঁধ মেরামতি না হবার কারনে প্রতিবছরই এই বাঁধ ভেঙ্গে শহরে জল ঢুকে পড়ে। এবারে রায়গঞ্জে খুব বেশী বৃষ্টি না হলেও রায়গঞ্জ শহরের শক্তিনগর থেকে আব্দুলঘাটা এলাকার বিভন্ন জায়গায় বাঁধের মাটি সরে গেছে। বহু জায়গায় বাঁধের ফাটল তৈরি হয়েছে। কুলিক নদীতে জলস্ফীতি দেখা দিলে  সেই বাঁধ ভেঙ্গে নদীর জল শহরে ঢোকার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

কমলাবাড়ি পঞ্চায়েত সদস্য অমল মন্ডল জানান, বেশ কিছুদিন ধরে বাঁধের মেরামতি হচ্ছে না। বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। লাগাতার বৃষ্টি হলে এই ফাটল আরও বড় হয়ে নদীর জল এলাকার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সেচ দফতরের আধিকারিকদের নজরে আনবেন। 

উত্তর দিনাজপুর জেলা সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস পাত্র জানিয়েছেন, বৃষ্টির জলে কুলিক নদীর বাঁধের মাটি সরে গেছে। বিষয়টি তাদের নজরে আছে। দ্রুত সেই জায়গা গুলোতে মেরামতি কাজে হাত দেবেন। সেচ দফতরের এই আশ্বাসের উপর তাকিয়ে আছেন রায়গঞ্জের মানুষ। মেরামতি না হলে এবারও বানভাসি হতে হবে রায়গঞ্জের বাসিন্দাদের।

Share this article
click me!