কোটি টাকার সম্পত্তির মালিক আন্তর্জাতিক মাদক পাচারকারী আসাদুর পুলিশের জালে

ইন্দো-বাংলা সীমান্তে উন্নত মানের মাদক তৈরির কেমিক্যাল 'ক্রুড কোডাইন' বাজেয়াপ্ত। গ্রেফতার কুখ্যাত কারবারি


উন্নত মানের মাদক (high quality drugs) তৈরীর কেমিক্যাল 'ক্রুড কোডাইন' (Crude codeine) সহ গ্রেপ্তার হল ইন্দো-বাংলা সীমান্তের (Indo-Bangla border) মুর্শিদাবাদের কুখ্যাত পাচারকারী আসাদুর রহমান। তাকে মুর্শিদাবাদের রাজ্য সড়ক লাগোয়া ইঁট ভাঁটা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার এই ঘটনার চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তার কাছ থেকে ৫০০০ হাজার মিলি লিটার কেমিক্যাল কোডাইন ফসপেট মিক্সচার উদ্ধার করা হয়। 

উন্নত মানের মাদক হেরোইন তৈরির উদ্দেশ্যেই ওই মিক্সচার নিয়ে যাচ্ছিল ওই পাচারকারী। বিশেষ সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর থেকে আসাদুর হেরোইন কারবারের সঙ্গে যুক্ত। এক সময় উত্তর প্রদেশ থেকে হেরোইন নিয়ে এসে বাংলাদেশে হেরোইন পাচার করত। কিন্তু কয়েক বছর থেকে সে তার আদি বাড়ি উত্তর লতিবের পাড়াতে হেরোইন তৈরির কারখানা গড়ে তোলে।

Latest Videos

এর আগে পুলিশ বেশ কয়েকবার তাকে আটক করার চেষ্টা করে কিন্তু বারবার পুলিশের চোখে ধুলা দিয়ে পালাতে সে সমর্থ হয় । কিন্তু এবার পুলিশের চোখে আর ধুলা দিতে পারেনি আসাদুর । জানা গিয়েছে বর্তমানে ওই পাচারকারী বেশ কয়েকটি বাড়ি ও বিশাল সম্পত্তির মালিক ।

Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি