বই কিনলেই গাছ ফ্রি, বইমেলায় এসে অবাক ক্রেতারা

  • হুগলি- চুঁচুড়া বইমেলায় অভিনব অফার
  • বই কিনলেই বিনামূল্যে গাছ
  • পরিবেশ সচেতনতায় বার্তা প্রকাশনী সংস্থার
  • গাছ পেয়ে খুশি ক্রেতারাও
     


বই কিনলেই গাছ ফ্রি। এমনই অভিনব অফার নিয়ে হাজির এক প্রকাশনী সংস্থা। হুগলি- চুঁচুড়া-  বইমেলায় এমনই অভিনব ভাবনা দেখে অবাক পুস্তকপ্রেমীরাও। 

গত কয়েকদিন ধরেই চলছে হুগলি- চুঁচুড়া বইমেলা। সেখানেই একটি প্রকাশনা সংস্থার স্টলে বইয়ের সঙ্গে গাছের চারা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গাছ লাগিয়ে পরিবেশ দূষণ কমানোর বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছিল ওই প্রকাশনী সংস্থা। সংস্থার কর্ণধার সন্দীপ অধিকারী বলেন, ' আমরা ক্রেতাদের একটা বার্তা দিতে চাই যে বাড়িতে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বই পড়লে যেমন মানসিক উন্নয়ন ঘটে তেমনই গাছ লাগালে পরিবেশের উন্নয়ন হয়।'

Latest Videos

বইয়ের সঙ্গে দেওয়া হয় শাল, সেগুন, পলাশমণি, সোনাঝুরি, ডোরাণ্ডার মতো বিভিন্ন দামি গাছের চারা। ওই প্রকাশনা সংস্থার দাবি, প্রতিবছরই তারা নতুন কিছু পরিকল্পনা নিয়ে হাজির হন। এর আগে ২০১১ সালে তারাই প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ নিয়ে আসেন। 

বইয়ের সঙ্গে গাছ পেয়ে ক্রেতারাও খুশি। মিঠু দত্ত নামে এক গৃহবধূ জানান, স্বামী বিবেকানন্দের জীবনীর উপরে একটি বইয়ের সঙ্গে ডোরাণ্ডা গাছের চারা পেয়েছেন তিনি। খুশি হয়ে ওই ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সেলফিও তোলেন। তিনি জানান, যতদিন গাছটি বাচবে ততদিন বইমেলার স্মৃতি থাকবে। মায়ের হাত ধরে এসে  ছোট্ট অস্মিত নিয়েছে ছবিতে রামায়ণ। বইয়ের সঙ্গে গাছ পেয়ে সেও অবাক। এ রকম অবাক হচ্ছেন অনেকেই। বাহবাও দিচ্ছেন সবাই। সমকাল ও বিবৃতি নামক একটি সংস্থার আয়োজিত এই বইমেলা এবার একাদশতম বর্ষে পড়ল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রয়াত সিপিএম সাংসদ অনিল বসু এই মেলা শুরু  করেছিলেন। এবার মেলায় মোট সাতান্নটি স্টল হয়েছে। মেলা চলবে রবিবার পর্যন্ত। 
 

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today