নিম্নচাপ হয়ে বাংলাদেশে বুলবুল, রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

  • শক্তি হারিয়ে বাংলাদেশে বুলবুল
  • ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত
  • রবিবারও কলকাতা এবং উপকূলবর্তী এলাকার আকাশ মেঘলা
  • সোমবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি

debamoy ghosh | Published : Nov 10, 2019 8:48 AM IST

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় বুলবুল। এই মুহূর্তে বাংলাদেশের উপরে অবস্থান করছে সে। রবিবার সকাল থেকেও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও এই নিম্নচাপের প্রভাব সেভাবে এ রাজ্যে পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বাঁকুড়া. পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির আকাশে এ দিন সকাল থেকেই মেঘ কেটে গিয়েছে। বিকেলের মধ্যেই তা আরও পরিষ্কার হয়ে যাবে। তবে কলকাতা এবং উপবকূলবর্তী এলাকাগুলির আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই সমস্ত অঞ্চলের আকাশও পরিষ্কার হয়ে যাবে। 

গণেশকুমার দাস জানিয়েছেন, বুলবুলের পর সোম এবং মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমবে। তা একুশ এবং বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কিন্তু তার পর থেকে ফের তাপমাত্রা একটু বাড়বে। তবে সকালের দিকে শীতের আমেজ থাকবে। যদিও, পুরোপুরি শীত উপভোগ করতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 
 

Share this article
click me!