নামী সংস্থার ম্যাংগো ড্রিংকের প্যাকেটে টিকটিকি, বারুইপুরে অসুস্থ শিশু

  • নামী সংস্থার পানীয়ের প্যাকেটে টিকটিকি
  • ম্যাংগো ড্রিংক খেয়ে অসুস্থ চার বছরের শিশু
  • সংস্থার গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের 
  • তদন্তে বারুইপুর থানার পুলিশ

নামী সংস্থার ম্যাঙ্গো ড্রিংকের মধ্যে পাওয়া গেল মরা টিকটিকি। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ল বছর চারেকের একটি শিশু। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বি পরগণার বারুইপুর থানার অন্তর্গত সাহাপাড়া এলাকায়। ক্ষুব্ধ জনতা ওই সংস্থা মাল সরবরাহকারী গাড়িতে এ দিন হামলাও চালায়। 

শিশুটির পরিবারের অভিযোগ, এ দিন সকালে তার মা রুম্পা মহাপাত্র পাড়ারই একটি দোকান থেকে ছেলেকে ওই ম্যাঙ্গো ড্রিংকের একটি প্যাকেট কিনে দেন। কিন্তু খাওয়ার সময় স্ট্রতে আটকে যায় পানীয়। শিশুটি তার মাকে সেকথা জানানোয় প্যাকেট কাটেন রুম্পাদেবী। অভিযোগ, তখনই তিন দেখেন প্যাকেটের মধ্যে মরা টিকটিকি রয়েছে। এর পরেই গোটা বিষয়টি ওই দোকানে জানানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জানানো হয়। চিকিৎসার জন্য শিশুটিকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটিকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। 

Latest Videos

এর পর বেলার দিকে ওই সংস্থার মাল সরবরাহকারী গাড়ি এলাকায় এলে তা আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। রাস্তায় ফেলে দেওয়া হয় ওই নরম পানীয়ের প্যাকেট। পরে পুলিশ এসে গাড়িটিকে আটক করে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। থানা থেকে সংস্থার প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 

শিশুটির বাবা আনন্দ মহাপাত্র বলেন, 'নামী সংস্থার প্যাকেট করা পানীয়ের মধ্যেই যদি টিকটিকি থাকে তাহলে আমরা কার উপর ভরসা করব? এই ঘটনায় আমরা রীতিমতো আতঙ্কিত।' যদিও এই ঘটনায় এখনও অভিযুক্ত সংস্থার তরফে কোনও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)